Indigo Airlines: ধার্য করা হবে ফুয়েল চার্জ, ইন্ডিগোতে বিমানযাত্রায় গুণতে হবে অতিরিক্ত টাকা

ইন্ডিগোর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের (এটিএফ) দাম অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাওয়ার জন্যই এই ফুয়েল চার্জ ধার্য করা হচ্ছে। সেই বিবৃতিতে আরও জানানো হয়েছে, উড়ান পরিচালনার খরচের একটি বড় অংশ এটিএফের উপর নির্ভর করে। তাই এই খরচ বেড়ে যাওয়ায় খরচের ভারসাম্য বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Indigo Airlines: ধার্য করা হবে ফুয়েল চার্জ, ইন্ডিগোতে বিমানযাত্রায় গুণতে হবে অতিরিক্ত টাকা
ইন্ডিগোর বিমানImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2023 | 6:30 AM

নয়াদিল্লি: দেশীয় ও আন্তর্জাতিক বিমানের টিকিটে জ্বালানি চার্জ ধার্য করবে উড়ান সংস্থা ইন্ডিগো। ৬ অক্টোবর থেকেই এই চার্জ লাগু করা হবে। এর জেরে ইন্ডিগোর উড়ানে বিমানযাত্রা আরও ব্যয় বহুল হবে। পুজোর মরসুমে যাঁরা ঘুরতে যাবেন বা প্রবাসী যাঁরা ঘরে ফিরবেন তাঁদের পকেট থেকে গুণতে হবে অতিরিক্ত টাকা।

ইন্ডিগোর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের (এটিএফ) দাম অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাওয়ার জন্যই এই ফুয়েল চার্জ ধার্য করা হচ্ছে। সেই বিবৃতিতে আরও জানানো হয়েছে, উড়ান পরিচালনার খরচের একটি বড় অংশ এটিএফের উপর নির্ভর করে। তাই এই খরচ বেড়ে যাওয়ায় খরচের ভারসাম্য বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কী হারে ফুয়েল চার্জ ধার্য করা হবে, তা নিয়েও বিস্তারিত জানিয়েছে ইন্ডিগো উড়ান সংস্থা। ০ থেকে ৫০০ কিলোমিটার দূরত্বের জন্য ফুয়েল চার্জ ধার্য হবে ৩০০ টাকা। একই ভাবে ৫০১ থেকে ১০০০ কিলোমিটারের জন্য ৪০০ টাকা। ১০০১ থেকে ১৫০০ কিলোমিটারের জন্য ৫৫০ টাকা, ১৫০১- ২৫০০ কিলোমিটারের জন্য ৬৫০ টাকা, ২৫০১ থেকে ৩৫০০ কিলোমিটার পর্যন্ত ৮০০ টাকা এবং ৩৫০১ কিলোমিটার ও তার বেশি দূরত্বের জন্য এক হাজার টাকা ফুয়েল চার্জ ধার্য করা হবে।