করোনাকালেও বড়সড় লাভের মুখ দেখল ইনফোসিস
করোনা আবহে ইনফোসিসের মতো একাধিক সংস্থা বড় কোনও চুক্তি করতে পারেনি। তাই আর্থিক ক্ষতির আশঙ্কা ছিল।
নয়া দিল্লি: করোনা আবহে অর্থনৈতিকভাবে মুখ থুবড়ে পড়েছে একের পর এক সংস্থা। তবে প্রায় ১৭ শতাংশ বেশি লাভ দেখল দেশের দ্বিতীয় বৃহত্তম সফ্টওয়্যার সার্ভিস কোম্পানি ইনফোসিস (Infosys)। অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে মোট ৫ হাজার ৭০৬ কোটি টাকা লাভ করেছে ইনফোসিস। এর আগের অর্থবর্ষে যেখানে ইনফোসিসের লাভ হয়েছিল ৪ হাজার ৩৩৫ কোটি টাকা।
করোনা আবহে ইনফোসিসের মতো একাধিক সংস্থা বড় কোনও চুক্তি করতে পারেনি। তাই আর্থিক ক্ষতির আশঙ্কা ছিল। কিন্তু বিভিন্ন অপারেশনে বার্ষিক প্রায় ১২.৫ শতাংশ আয় বেড়েছে ইনফোসিসের। ডলারের ক্ষেত্রেও বার্ষিক প্রায় ১৩ শতাংশ আয় বেড়েছে। ইনফোসিসের মোট আয়ের প্রায় ৫১.৫ শতাংশই এসেছে ডিজিটাল ব্যবসা থেকে। এ বিষয়ে ইনফোসিসের সিইও সলিল পারেখ বিবৃতি দিয়ে জানিয়েছেন, এই অর্থবর্ষে সকলের কর্মক্ষমতায় কোম্পানি গর্বিত।
করোনাকালেও কঠিন পরিস্থিতিতে ১ লক্ষ কোটি টাকা আয়ের গণ্ডি পেরনোর জন্য সকলকে অভিনন্দন জানান সলিল। প্রসঙ্গত, করোনা আবহে লকডাউনে মুখ থুবড়ে পড়েছিল দেশের জিডিপি। লকডাউনের ত্রৈমাসিকে রেকর্ড পতন হয়েছিল দেশের অর্থনীতির। যদিও পরবর্তীকালে আনলকের সময় ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় দেশের অর্থনৈতিক অবস্থা। চতুর্থ ত্রৈমাসিকে অপেক্ষাকৃত বৃদ্ধি হয়েছে হয়েছে জিডিপির।
আরও পড়ুন: টিকা নিলে করোনা মুক্তির পাশাপাশি মিলবে অতিরিক্ত সুদের সুবিধাও, কীভাবে পাবেন জেনে নিন…