IRCTC rules: একই টিকিটে দু-দিন পরেও ভ্রমণ করা যাবে, জেনে নিন নিয়ম
Indian railway: কোনও কারণে ট্রেন মিস করলে টিকিট সংগ্রাহকের সাথে কথা বলতে হবে। তিনি পরবর্তী টিকিটের ব্যবস্থা করে দেবেন। এমনকি নির্দিষ্ট গন্তব্য থেকে ট্রেন ধরতে মিস হলে পরবর্তী দুটি স্টপেজ এগিয়ে গিয়ে ট্রেন ধরতে পারেন। ততক্ষণ টিটি আপনার সিট কাউকে দেবে না।
নয়া দিল্লি: প্রতিদিন ট্রেনে লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। কিন্তু, কুয়াশা বা অন্যান্য কারণে অনেকেই ট্রেন মিস করেন। আবার ট্রেন দেরিতে এলে বা সময় পরিবর্তন করার ফলেও অনেকের ট্রেন মিস হয়। এই অবস্থায় অন্য ট্রেনের জন্য যাত্রীদের আবার নতুন টিকিট কাটতে হয়। কিন্তু, জানেন কি ওই পুরানো টিকিটে দু-দিন পরেও ভ্রমণ করা যায়, তাও কোনও টাকা খরচ না করে? জেনে নিন, কীভাবে টাকা খরচ না করে একটি টিকিটে দু-দিন পরেও ভ্রমণ করতে পারেন।
ভারতীয় রেলের নিয়ম অনুসারে, টিকিট বাতিল না করেই যাত্রার তারিখ পরিবর্তন করা যায়। এর জন্য কোনও চার্জ লাগবে না। এমনকি দু-দিন পরেও এই টিকিটে ভ্রমণ করতে পারবেন। তবে এর জন্য কিছু নিয়ম আছে।
ট্রেনে ভ্রমণের নিয়ম কী?
অনেক সময় অনেকেই নির্দিষ্ট গন্তব্য থেকে ট্রেন ধরতে মিস করে। এমন পরিস্থিতিতে রেলওয়ে পরবর্তী দুটি স্টপেজ এগিয়ে গিয়ে ট্রেন ধরার সুযোগ দেয়। আবার অনেকে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং করে। কিন্তু কোনও কারণে সেই পরিকল্পনা পরিবর্তন হয় এবং দিন বদল হয়। সেক্ষেত্রে ফের নতুন করে টিকিট কাটার দরকার নেই। ওই একই টিকিটে দিন বদল করে সফর করতে পারেন। তবে টিকিটে নির্দিষ্ট কোচ পরিবর্তন হতে পারে।
ট্রেন মিস করলে কী করবেন?
কোনও কারণে ট্রেন মিস করলে টিকিট সংগ্রাহকের সাথে কথা বলতে হবে। তিনি পরবর্তী টিকিটের ব্যবস্থা করে দেবেন। এমনকি নির্দিষ্ট গন্তব্য থেকে ট্রেন ধরতে মিস হলে পরবর্তী দুটি স্টপেজ এগিয়ে গিয়ে ট্রেন ধরতে পারেন। ততক্ষণ টিটি আপনার সিট কাউকে দেবে না।
আবার টানা ৫০০ কিলোমিটারের বেশি ভ্রমণ করলে একটি বিরতি এবং ১০০০ কিলোমিটারের বেশি যাত্রা হলে দুটি বিরতি মিলতে পারে। সেক্ষেত্রে টিকিটে বোর্ডিং এবং ডি-বোর্ডিংয়ের তারিখ বাদ দিয়ে ২ দিনের বিরতি নিতে হবে। তবে শতাব্দী, জনশতাব্দী এবং রাজধানী-র মতো বিলাসবহুল ট্রেনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।