Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cricket World Cup 2023: বিশ্বকাপ শুরু আগে নজর রাখুন এই শেয়ার, বড় চমক হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচে

Cricket World Cup 2023: ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ রয়েছে আমেদাবাদে। ওই সময় টিকিটের চাহিদা তুঙ্গে রয়েছে ভারতের ম্যাঞ্চেস্টার সিটিতে। ৫০ হাজার টাকাতেও বিকোচ্ছে এক একটি হোটেলের রুম।

Cricket World Cup 2023: বিশ্বকাপ শুরু আগে নজর রাখুন এই শেয়ার, বড় চমক হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচে
ভারত-পাক ম্যাচ নিয়ে এখন থেকেই তুঙ্গে উন্মাদনাImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jun 30, 2023 | 9:05 AM

কলকাতা: হাতে আর মাত্র একশো দিনেরও কম সময়। দীর্ঘ প্রতীক্ষা শেষে ৫ অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (Cricket World Cup 2023)। তবে সূচি সামনে আসতেই ইতিমধ্যেই ক্রিকেট জ্বরে কাঁপতে শুরু করেছে গোটা দেশ। বেজে গিয়েছে বিশ্বকাপের (World Cup) রণদামামা। ২০১১ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল ভারত। তবে তারপর আর ভারতীয় টিমের ভাগ্যে শিকে ছেঁড়েনি। তবে সেইবার বিশ্বকাপের আয়োজন হয়েছিল ভারতের মাটিতে। এবারও আয়োজক ভারতই। তাতেই যেন বিশ্বকাপের উত্তেজনা আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। চড়চড় করে বাড়তে শুরু করেছে হোটেলের দাম। যার বড় প্রভাব পড়তে চলেছে শেয়ার মার্কেটেও। তাই বিশ্বকাপের আবহে শেয়ার মার্কেট থেকে লক্ষ্মীলাভ করতে হলে এখন থেকেই নজর রাখতে শুরু করুন হোটেল (Hotel) ব্যবসার সঙ্গে যুক্ত সংস্থাগুলির উপর। 

১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ রয়েছে আমেদাবাদে। ওই সময় টিকিটের চাহিদা তুঙ্গে রয়েছে ভারতের ম্যাঞ্চেস্টার সিটিতে। দেখা যাচ্ছে, শহরের বেশ কিছু ফাইভ-স্টার হোটেলে ঘর পেতে প্রতি রাতে দিতে হচ্ছে ৫০ হাজার টাকা। শুরু হয়ে গিয়েছে অগ্রিম বুকিং। এমনিতে ওই হোটেলগুলিতে রুম প্রতি সাড়ে ৬ থেকে সাড়ে ১০ হাজার টাকা পর্যন্ত ভাড়া দিতে হয়। অগ্রিম বুকিং সবথেকে বেশি হচ্ছে আইটিসির হোটেলে। ২৯ জুন বৃহস্পতিবার আইটিসি-র শেয়ারের দর সাড়ে চারশো টাকার আশেপাশে। যা দিন তিনেক আগে ছিল ৪৪৪ টাকার আশেপাশে। তবে ইতিমধ্যেই এই শেয়ারের উর্ধ্বগতি নজর কেড়েছে বিনিয়োগকারীদের। শেয়ার বিশেষজ্ঞদের মতে, বিশ্বকাপের বাজারে দেশের প্রায় সমস্ত শহরেই আইটিসির হোটেলের চাহিদা তুঙ্গে উঠবে। আর তাতেই চড়চড়িয়ে বাড়তে পারে শেয়ারের দাম। 

আইটিসি নর্মদার জেনারেল ম্যানেজার কিনান ম্যাকেনজি বলছেন, “১৫ তারিখ ভারত-পাকিস্তান ম্যাচের জন্য আমাদের হোটেলে অগ্রিম বুকিংয়ের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। বেশিরভাগ বুকিংই হচ্ছে ১৩ থেকে ১৬ অক্টোবরের মধ্যে। যে দিনগুলিতে ম্যাচ থাকবে সেই দিনগুলিতে আগে থেকেই সমস্ত বুকিং হয়ে যাবে বলে আশা করছি।” ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রুপ, ক্রিকেট প্রেমী, স্পনসর, সেলিব্রিটিরাই এখন থেকে বেশি বুকিং করে রাখছেন বলে জানাচ্ছেন কিনান।