UIDAI Update : আপনার আধার ব্য়বহার করে কেউ কি জালিয়াতি করেছে? জানুন এই পদ্ধতিতে
UIDAI Update : একটি আধার নম্বর ব্য়বহার করে সর্বোচ্চ ৯টি সিম কার্ড তোলা যায়। অন্য কোনও অসাধু ব্যক্তি সেই আধার নম্বর ব্য়বহার করে সিম কার্ড কিনছেন কি না সেই বিষয়ে সচেতন থাকা উচিত।
ভারতে এখন গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে বিবেচিত হয় আধার কার্ড। শুধুমাত্র সরকারি কোনও প্রকল্পের জন্যই নয় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও একটি অপরিহার্য নথিপত্র হল আধার । এখন ফোন নম্বর থেকে শুরু করে ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট, প্য়ান কার্ড, গাড়ি ও বিমার সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকে। কোনও আধার কার্ডে ব্যক্তির নাম, জন্মতারিখ, লিঙ্গ, ছবি ও ঠিকানা দেওয়া থাকে। যেহেতু বর্তমানে আধারের মাধ্যমে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে তাই আধার কার্ডের অপব্যবহার সম্বন্ধে সদা সচেতন থাকা উচিত।
এদিকে নিজের আধার কার্ডের সঙ্গে রেজিস্টার করা সিম কার্ড চেক করার জন্য টেলিকম অ্য়ানালিটিক্স ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্য়ান্ড কনজিউমার প্রোটেকশন (TAFCOP) চালু করেছে টেলিকম ডিপার্টমেন্ট। অনেকেরই একটি আধার নম্বরে অনেকগুলি মোবাইল নম্বর নিবন্ধিত থাকে। বর্তমানে ভুয়ো জিনিসের প্রবণতা বেড়ে গিয়েছে। তাই আপনার আধার কার্ড ব্যবহার করে কেউ কোনও খারাপ করছে কি না তা এই পরিষেবার মাধ্যমে অনায়াসেই জানতে পারবেন। আপনার আধার কার্ড ব্যবহার করে আপনার নামে কয়টি মোবাইল নম্বর ইস্যু করা হয়েছে তা জানতে পারবেন। টেলিকম ডিপার্টমেন্ট কর্তৃক এই পোর্টালের নামকরণ করা হয়েছে TAFCOP। DoT এর নিয়ম অনুযায়ী, একটি আধার কার্ডের সঙ্গে ৯ টি মোবাইল নম্বর সংযোগ করা যায়।
এই পোর্টালের মাধ্যমে কীভাবে জানবেন :
- TAFCOP-র সরকারি ওয়েবসাইট tafcop.dgtelecom.gov.in তে যান।
- নিজের ১০ ডিজিটের মোবাইল নম্বর দিন। সেই নম্বরে এবার ওটিপি পাবেন।
- ওটিপি দিয়ে পোর্টালে সাইন ইন করুন।
- সাইন-ইন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আপনার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত সবকটি মোবাইল নম্বর দেখতে পাবেন।
- আপনি যদি এমন কোনও মোবাইল নম্বর সেই তালিকায় দেখতে পান যেটি আপনার নয় বা বর্তমানে তা ব্যবহার করছেন না তাহলে সেই বিষয়ে রিপোর্ট করুন যাতে আপনার আধার কার্ড থেকে তা সরিয়ে দেওয়া হয়।