LIC on Adani Group’s Share: হিন্ডেনবার্গের রিপোর্টে ধাক্কা, আদানির শেয়ার নিয়ে বড় সিদ্ধান্ত এলআইসির

Adani-Hindenburg Report: হিন্ডেনবার্গের রিপোর্ট এবং তারপরই আদানি গোষ্ঠীর টালমাটাল অবস্থা নিয়ে চরম উদ্বেগে বিনিয়োগকারী। আদানি গোষ্ঠীর শেয়ার দরে ব্যাপক পতন হলেও, সম্প্রতিই আবার সেই শেয়ার দরে উত্থান হতে শুরু করেছে। বর্তমানে অনেক কম দামে পাওয়া যাচ্ছে আদানি গোষ্ঠীর বিভিন্ন শেয়ার।

LIC on Adani Group's Share: হিন্ডেনবার্গের রিপোর্টে ধাক্কা, আদানির শেয়ার নিয়ে বড় সিদ্ধান্ত এলআইসির
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 11, 2023 | 6:33 AM

নয়া দিল্লি: একটি রিপোর্ট, আর তারপরই হু হু করে শেয়ারের পতন। মার্কিন শর্ট সেলিং সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্টে (Hindenburg Report) আদানি গোষ্ঠীর (Adani Group) সম্পত্তির হিসাব ভুয়ো বলে দাবি করার পর থেকেই আদানি গোষ্ঠীর শেয়ারদরে (Share Price) পতন হয়েছে হু হু করে। প্রশ্নের মুখে পড়েছে এলআইসি(LIC), এসবিআই(SBI)-র মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিও। কারণ এই সংস্থাগুলিও লগ্নি বিনিয়োগ করেছিল আদানি গোষ্ঠীর শেয়ারে। সাধারণ মানুষের আর্থিক সঞ্চয়ের জন্য ভরসাস্থল যেখানে এলআইসি, এসবিআই, সেখানেই এমন পরিস্থিতিতে কয়েক কোটি মানুষের আর্থিক সুরক্ষাও প্রশ্নের মুখে পড়ে। আগেই এলআইসি-র তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছিল যে আদানির শেয়ার পতনে সংস্থার কোনও ঝুঁকি নেই। এলআইসি যে শেয়ারগুলিতে বিনিয়োগ করেছিল, তা এখনও অবধি লাভেই চলছে। এবার আদানি গোষ্ঠীর শেয়ারে নতুন করে লগ্নি না করার কথাও জানিয়ে দিল এলআইসি।

হিন্ডেনবার্গের রিপোর্ট এবং তারপরই আদানি গোষ্ঠীর টালমাটাল অবস্থা নিয়ে চরম উদ্বেগে বিনিয়োগকারী। আদানি গোষ্ঠীর শেয়ার দরে ব্যাপক পতন হলেও, সম্প্রতিই আবার সেই শেয়ার দরে উত্থান হতে শুরু করেছে। বর্তমানে অনেক কম দামে পাওয়া যাচ্ছে আদানি গোষ্ঠীর বিভিন্ন শেয়ার। তবে আর ঝুঁকি নিতে নারাজ এলআইসি। শুক্রবারই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়ার তরফে জানানো হয়, তারা আর নতুন করে আদানি গোষ্ঠীর কোনও সংস্থার শেয়ারে লগ্নি করার পরিকল্পনা করছে না। এই বিষয়ে এলআইসির চেয়ারম্যান এমআর কুমার বলেন, “আমরা আপাতত কোনও লগ্নির পরিকল্পনা নেই।”

আদানি গোষ্ঠীর শেয়ারে পতনের কারণে এলআইসিকেও ক্ষতির মুখে পড়তে হয়েছে কি না, এই প্রশ্ন  সকলেরই মনে। এর সাফাই দিয়ে চেয়ারম্যান জানান, খুব অল্প সময়ের জন্যই শেয়ারের দামে পতন হয়েছিল। এর জন্য আদানি গোষ্ঠীর শেয়ার বিক্রি করে দেওয়া বা অন্য কোনও পদক্ষেপ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

উল্লেখ্য, বিগত কয়েক বছরে এলআইসি মোট ৩০ হাজার ১২৭ কোটি টাকা লগ্নি করেছে আদানি গোষ্ঠীর শেয়ারে। এখনও অবধি লাভের মুখই দেখছে এই শেয়ারগুলি।