Meta Layoffs: কপাল পুড়ল আরও ১০,০০০ কর্মীর! ছাঁটাইয়ের পথে মেটা

Meta Layoffs: ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে মেটা। ফলে ফের মেটার বিভিন্ন সংস্থায় কর্মরত কর্মীদের কপাল পুড়ল। এর আগেও গত নভেম্বরে প্রায় ১১ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল মেটা। মার্চ মাসেই এই ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিলেন মার্ক জ়াকারবার্গ

Meta Layoffs: কপাল পুড়ল আরও ১০,০০০ কর্মীর! ছাঁটাইয়ের পথে মেটা
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Apr 19, 2023 | 6:03 PM

ফের চাকরি হারা হতে চলেছেন প্রায় ১০ হাজার জন কর্মী। ফেসবুকের মূল সংস্থা মেটা (Meta) ফের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। আজই সিদ্ধান্ত কার্যকর হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও রিয়্য়ালিটি ল্যাবস থেকে কর্মীদের ছাঁটাই করা হবে। এই সংস্থায় কর্মরতদের কর্মদক্ষতা বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি সংস্থার খরচে বেড়ি পড়িয়ে লাভ সর্বোচ্চ করতে চাইছে মেটা।

কর্মীদের থেকে সর্বোচ্চ আউটপুট পেতে চাইছে মেটা। নতুন করে টিমকে ঢেলে সাজিয়ে কর্মদক্ষতা বাড়ানোর উদ্য়োগ নিয়েছে। তাই এই নতুন করে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। এদিকে এর আগেও হাজার হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা। গত বছর নভেম্বর মাস থেকেই শুরু হয় এই ছাঁটাই প্রক্রিয়া। প্রায় ১১ হাজার কর্মী ছেঁটে ফেলেছিল সংস্থা। শুধু মেটাই নয়, মন্দা পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে একের পর এক টেক সংস্থা সেই সময় কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছিল। এবারও ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে মেটা।

তবে এখানেই শেষ নয়। আগামী মাসে আরও এক দফা কর্মী ছাঁটাই হতে পারে মেটায়। ব্লুমবার্গের রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। এদিকে এই কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত গত মার্চ মাসেই পাওয়া গিয়েছিল। সেই সময় মেটার প্রতিষ্ঠাতা মার্ক জ়াকারবার্গ এই কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিলেন। এবার সেই ইঙ্গিত বাস্তবায়নের পথে মেটা।