Gold Price Today: ফের চড়ল সোনার দর, আজ শহরে কততে বিকোচ্ছে রুপো?
Gold and Silver Price Today: বাইরে গরমে পুড়ছে সোনা (Gold)। শহরে ফের দাম বাড়ল হলুদ ধাতুর (Gold Price Today)। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ২০০ টাকা। আজ দাম বেড়েছে রুপোরও (Silver Price Today)।
কলকাতা: খুব বেশি দিনের জন্য স্বস্তি মিলল না সোনার দামে (Gold Price Today)। বুধবার সকালে বাজার খুলতেই দাম বাড়ল হলুদ ধাতুর। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ২০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ২৩০ টাকা। বিয়ের মরসুমে ফের সোনার দাম ঊর্ধ্বমুখী হওয়ায় মলিন ক্রেতাদের মুখের হাসি। সোনার পাশাপাশি ঊর্ধ্বমুখী রুপোর দরও। ১ কেজি রুপোর দাম (Silver Price Today) বাড়ল ২০০ টাকা।
বুধবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৬০৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৪,৮৪০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৬,০৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৬০,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,১১৫ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৮,৯২০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬১,১৫০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,১১,৫০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৭৭,৬০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
নববর্ষে দাম কমেছিল সোনার। পরপর চারদিন কমই ছিল সোনার দর। বৈশাখে বিয়ের মরসুমে সোনার দাম কমায় মুখে হাসি ফুটেছিল ক্রেতাদের। তবে তা ক্ষণস্থায়ী। বুধবার ফের দাম বাড়ল সোনার। পাশাপাশি ঊর্ধ্বমুখী রুপোর দরও।
আজ বিশ্ব বাজারে দাম কমল স্পট গোল্ডের। বুধবার আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম হয়েছে ১,৯৯৯.৬৮ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
বুধবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২,৫৭৭ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১০৩.৪৫ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ২৬.১৫ টাকা।
*উপরের সোনার হারগুলি নির্দেশক মাত্র। এতে জিএসটি, টিসিএস এবং অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত নেই। সঠিক দামের জন্য আপনার স্থানীয় জুয়েলারের সঙ্গে যোগাযোগ করুন।*