Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mukesh Ambani: ভারতে চড়চড়িয়ে বাড়ছে কোটিপতিদের সংখ্যা, ১ লক্ষ কোটি সম্পদ হারালেন মুকেশ অম্বানি!

Mukesh Ambani: মুকেশ অম্বানি বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির তালিকা থেকে বেরিয়ে যাওয়ার পর বর্তমানে কোনও ভারতীয় সেই তালিকায় নেই। ফরচুন রিয়েল টাইম বিলিয়নেয়ারের তালিকায় তিনি রয়েছেন ১৭ নম্বরে।

Mukesh Ambani: ভারতে চড়চড়িয়ে বাড়ছে কোটিপতিদের সংখ্যা, ১ লক্ষ কোটি সম্পদ হারালেন মুকেশ অম্বানি!
Follow Us:
| Updated on: Mar 27, 2025 | 7:48 PM

গত বছরে ১ লক্ষ কোটি টাকা সম্পদ কমেছে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ অম্বানির। হুরুন রিসার্চ ইন্সটিটিউট প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী গত ১ বছরে প্রায় ১৩ শতাংশ সম্পদ হারিয়ে মুকেশ অম্বানি পৃথিবীর ধনীদের তালিকায় প্রথম ১০-এর বাইরে বেরিয়ে গিয়েছেন। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে ধনী মহিলাদের তালিকায় প্রথম পাঁচের মধ্যে প্রবেশ করেছেন রোশনি নাদের।

হুরুনের প্রতিবেদন অনুযায়ী গত ১২ বছরে ভারতে কোটিপতিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে ওঠানামা করেছে। এই উত্থান ও পতন ভারতের অর্থনীতির গতিশীলতার ছবিকেই তুলে ধরে। ২০২২ সালে করোনা পরবর্তী সময় বাজার হুড়মুড়িয়ে ওঠে। তারপর বিলিয়নেয়ারের সংখ্যা পৌঁছেছিল ২৪৯-এ। তবে ২০২৩ সালে বাজারে বেশ কিছু সংশোধনের কারণে এই সংখ্যা নেমে গিয়েছিল ১৮৭ জনে। আবার ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ২৭১।

মুকেশ অম্বানি বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির তালিকা থেকে বেরিয়ে যাওয়ার পর বর্তমানে কোনও ভারতীয় সেই তালিকায় নেই। ফরচুন রিয়েল টাইম বিলিয়নেয়ারের তালিকায় তিনি রয়েছেন ১৭ নম্বরে। বিশ্বের ধনীদের তালিকায় মুকেশ অম্বানির প্রথম ১০-এর বাইরে বেরিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ঋণের পরিমাণ ক্রমশ বাড়ছে। এ ছাড়াও ২০২৪ সালের জুলাই মাস থেকে ক্রমশ কমেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দামও। আর সেই কারণেও কোটি কোটি টাকা হারিয়েছেন তিনি। তবে, এত কিছুর পরও শুধু ভারত নয়, এশিয়ার ধনী ব্যক্তি হিসাবে রয়ে গিয়েছেন তিনি।

উল্লেখ্য, হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি টেসলা, স্পেক্স এক্সের সিইও ইলন মাস্ক। ১৫ মার্চের তথ্য বলছে তাঁর সম্পদের পরিমাণ ৪৩৩ বিলিয়ন আমেরিকান ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৩৭ লক্ষ ২০ হাজার কোটি টাকা।