UPI: বিদেশের মোবাইল নম্বর ব্যবহার করে ইউপিআই ব্যবহার করতে পারবেন অনাবাসী ভারতীয়রা

NRI: ভারতীয় মোবাইল নম্বর ছাড়াও ইউপিআই ব্যবহার করতে পারবেন অনাবাসী ভারতীয়রা। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডা, হংকং, ওমান, কাতার, আমেরিকা, সৌদি আরব, সুংযুক্ত আরব আমিরশাহি এবং ব্রিটেনে বসবাসকারী অনাবাসী ভারতীয়রা এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে।

UPI: বিদেশের মোবাইল নম্বর ব্যবহার করে ইউপিআই ব্যবহার করতে পারবেন অনাবাসী ভারতীয়রা
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 30, 2023 | 6:00 AM

নয়াদিল্লি: ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) ব্যবহারের জন্য ভারতীয় নম্বর বাধ্যতামূলক ছিল। তা ব্যবহারের জন্য বিদেশে বসবাসকারী ভারতীয়দের সক্রিয় রাখতে হল ভারতীয় মোবাইল নম্বর। কিন্তু এখন থেকে ইউপিআই ব্যবহারের জন্য ভারতীয় নম্বর বাধ্যতামূলক নয় অনাবাসী ভারতীয়দের জন্য। বিদেশের মোবাইল নম্বরের মাধ্যমে অনাবাসী ভারতীয়রা ইউপিআই ব্যবহার করতে পারবেন। ইউপিআই কর্তৃপক্ষ এনপিসিআই সম্প্রতি এ নিয়ে সবুজ সঙ্কেত দিয়েছে। তবে নির্দিষ্ট কয়েকটি দেশে থাকা অনাবাসীরা এখন এই সুযোগ পাবেন। এই সিন্ধান্তের জেরে অনাবাসী ভারতীয়রা লাভবান হবেন বলে মনে করা হচ্ছে। বিদেশে গিয়েও ভারতীয় নম্বর সক্রিয় রাখার জন্য খরচ করতে হবে না তাঁদের।

ভারতীয় মোবাইল নম্বর ছাড়াও ইউপিআই ব্যবহার করতে পারবেন অনাবাসী ভারতীয়রা। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডা, হংকং, ওমান, কাতার, আমেরিকা, সৌদি আরব, সুংযুক্ত আরব আমিরশাহি এবং ব্রিটেনে বসবাসকারী অনাবাসী ভারতীয়রা এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে।

এর জন্য অনাবাসী ভারতীয়দের তাঁদের বিদেশের মোবাইল নম্বর এনআরও বা এনআরই-এর সঙ্গে সংযুক্ত করতে হবে। সেই সংযুক্তি থাকলে তবেই বিদেশের মোবাইল নম্বর নিয়ে ইউপিআই সক্রিয় করা যাবে। এনআরও বা এনআরআই অ্যাকাউন্টের কেওয়াইসি থাকতে হবে। ফেমা আইন মেনে চলতে হবে।