Aadhar Card: আধার কার্ডের ছবি পরিবর্তন করতে চান? জেনে নিন বিস্তারিত পদ্ধতি

নয়াদিল্লি: পরিচয়পত্র হিসাবে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনেকেরই আধার কার্ড তৈরির সময় অনেক ভুল থেকে যায়। তা সংশোধনের প্রয়োজন পড়ে। কারও নামের বানান ভুল থাকে তো কারও বয়সে থাকে গরমিল। অনেকর আধার কার্ডে ছবি নিয়েও সমস্যা হয়। হয় ছবি পুরনো যায়, বা ছবি ঠিক মতো না ওঠার সমস্যাও দেখা যায়। এই ধরনের সমস্যা […]

Aadhar Card: আধার কার্ডের ছবি পরিবর্তন করতে চান? জেনে নিন বিস্তারিত পদ্ধতি
আধার কার্ড
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2023 | 12:56 AM

নয়াদিল্লি: পরিচয়পত্র হিসাবে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনেকেরই আধার কার্ড তৈরির সময় অনেক ভুল থেকে যায়। তা সংশোধনের প্রয়োজন পড়ে। কারও নামের বানান ভুল থাকে তো কারও বয়সে থাকে গরমিল। অনেকর আধার কার্ডে ছবি নিয়েও সমস্যা হয়। হয় ছবি পুরনো যায়, বা ছবি ঠিক মতো না ওঠার সমস্যাও দেখা যায়। এই ধরনের সমস্যা আপনার আধার কার্ডে থাকলে আপনি নিজের আধার কার্ডে ছবি পরিবর্তন করতে পারেন। কিন্তু আধার কার্ডে ছবি পরিবর্তন করতে গেল কী করতে হয়? কী ভাবে আপনি তা পরিবর্তন করতে পারবেন জেনে নিন।

  • আধার কার্ডে ছবি পরিবর্তন অনলাইনে করা যায় না। অফলাইন পদ্ধতিতে তা পরিবর্তন করতে হবে। আধার সেন্টারে উপস্থিত হয়েই এই কাজ করতে হবে।
  • আধার কার্ডে ছবি পরিবর্তন করতে আধারের ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে ছবি পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ফর্ম ডাউনলোড করতে হবে।
  • তবে এই ফর্ম পূরণের বিষয়টি আধার সেন্টারে গিয়েও করতে পারেন। ফর্মে সমস্ত অংশ অনলাইন বা অফলাইনে পূরণ করতে হবে।
  • ফর্ম পূরণের পর তা আধার সেন্টারে জমা দিতে হবে।
  • ছবি পরিবর্তন করতে ৫০ টাকা ফি জমা দিতে হবে।
  • এর পর আধার সেন্টারের কাউন্টারে গিয়ে আপনার নতুন ছবি তোলা হবে। সেই সঙ্গে বায়োমেট্রিকের বিস্তারিতও নেওয়া হতে পারে।
  • আধার সেন্টারে ছবি তোলা হয়ে গেলে আপনাকে একটি রেফারেন্স নম্বর দেবে। সেই নম্বর দিয়ে ছবি পরিবর্তন অনলাইনে ট্রাক করা যাবে।
  • ২ থেকে ৪ দিনের মধ্যে আধার কার্ডে ছবি পরিবর্তন হয়ে যাবে।