PM Kisan Samman Nidhi: সুখবর, এই তারিখে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে ২০০০ টাকা, তবে করতে হবে ছোট্ট এই কাজ, জানুন বিশদে

PM Kisan Samman Nidhi : ৩১ মে পিএম কিষাণ সম্মান নিধির ১১ তম কিস্তির টাকা রিলিজ করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে পিএম কিষাণ eKYC প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই যোজনার সুবিধাভোগী কৃষকদের।

PM Kisan Samman Nidhi: সুখবর, এই তারিখে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে ২০০০ টাকা, তবে করতে হবে ছোট্ট এই কাজ, জানুন বিশদে
গ্রাফিক্স : টিভি৯ বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: May 30, 2022 | 11:48 PM

নয়া দিল্লি : প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (Pradhan Mantri Kishan Samman Nidhi Yojana) অধীন দেশের কৃষকদের বার্ষিক ৬ হাজার টাকা দেওয়া হয়। সেই টাকা ২০০০ টাকা করে তিনটি কিস্তিতে পিএম-কিষাণ প্রকল্পের সুবিধাভোগীদের কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি জমা হয়। এদিকে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের তরফে গতকালই জানানো হয়েছে, ৩১ মে অর্থাৎ আগামীকাল হিমাচল প্রদেশের সিমলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিষাণ যোজনার ১১ তম কিস্তির টাকা রিলিজ করবেন। এই কিস্তির টাকা পাওয়ার জন্য এই যোজনার সুবিধাভোগী কৃষকদের পিএম কিষাণ ইকেওয়াইসি (eKYC) প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করার ডেডলাইনও ২২ মে থেকে ৩১ মে অবধি করা হয়েছে।

অনলাইনে কীভাবে পিএম কিষাণ eKYC প্রক্রিয়া সম্পন্ন করবেন?

  • পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে যান। লিঙ্ক- https://pmkisan.gov.in/NewHome3.aspx
  • ‘eKYC’ অপশনে ক্লিক করুন
  • আপনার আধার কার্ড নম্বর ও ক্যাপচা কোড লিখুন। তারপর ‘সার্চ’- এ ক্লিক করুন।
  • এরপর আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা অফিসিয়াল ফোন নম্বরটি দিন।
  • ‘ওটিপি পান’ বা ‘Get OTP’ তে ক্লিক করুন। এরপর আপনার ফোন নম্বরে একটি ওটিপি পাবেন।
  • নির্দিষ্ট জায়গায় সেই ওটিপিটি দিন। এবং ‘Enter’ এ ক্লিক করুন।

অফলাইনে কীভাবে করবেন KYC প্রক্রিয়া সম্পন্ন করবেন?

  • আপনার নিকটবর্তী PM KISAN CSC সেন্টারে যান।
  • পিএম কিষাণ অ্যাকাউন্টে আপনার আধার আপডেট করুন।
  • পিএম কিষাণ অ্যাকাউন্টে লগ ইন করতে আপনার বায়োমেট্রিক দিন।
  • এবার আপনার আধার কার্ড নম্বর আপেডট করুন।
  • সেন্টারে ফর্মটি জমা দিন।
  • আপনার প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে ফোন নম্বরে একটি মেসেজ পাবেন।