প্রতিমাসে হাজার টাকা বিনিয়োগ করে পেয়ে যান ২৬ লাখ টাকা
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund) স্কিম সম্পর্কে বিস্তারিত জানলে আপনিও আগ্রহী হতে পারেন এবং আপনার ভবিষ্যৎ জীবনে সুখ আসতে পারে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফে অনেকেই টাকা বিনিয়োগ করে সুবিধা পেয়েছেন।
এখন থেকেই যদি ভবিষ্যতের জন্য কিছু টাকা (Money) সঞ্চয় করা যায় তাহলে ভবিষ্যৎ আরও মসৃণ হবে। তবে এর জন্য বিনিয়োগ করতে হবে মাসে ১ হাজার টাকা। এই টাকা বিনিয়োগ করলে আপনার ভবিষ্যৎ সুখের হতে পারে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) স্কিমে রয়েছে এমনই সুবিধা।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম সম্পর্কে বিস্তারিত জানলে আপনিও আগ্রহী হতে পারেন এবং আপনার ভবিষ্যৎ জীবনে সুখ আসতে পারে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফে অনেকেই টাকা বিনিয়োগ করে সুবিধা পেয়েছেন। মাত্র ২০ বছর বয়স থেকেই এই স্কিমের আওতায় আসা যেতে পারে।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমের মেয়াদ ১৫ বছর। ১৫ বছর পর্যন্ত ১ হাজার টাকা করে জমালে ৭.১% সুদের ভিত্তিতে আপনি পাবেন ৩.২৫ লাখ টাকা। স্কিমের নিয়ম অনুযায়ী ১৫ বছর শেষ হয়ে গেলেও ৫ বছর করে মেয়াদ বাড়ানো যায়। সেক্ষেত্রে আপনি ১০০০ টাকা করে বিনিয়োগ করতে পারেন আবার নাও পারেন। টাকা সঞ্চয় না করেও সুদের ওপর নির্ভর করা যায়।
২০ বছর বয়স থেকে ১০০০ টাকা করে বিনিয়োগ করে ১৫ বছরে শেষ করারা পর যদি আরও ২৫ বছর সঞ্চয় করা যায় তাহলে ২৬.৩২ টাকা হাতে পাওয়া যাতে পারে। সেক্ষেত্রে প্রথম ৫ বছরে ৫.৩২ লাখ টাকা, দ্বিতীয় মেয়াদের ৮.২৪ লাখ টাকা, তৃতীয় মেয়াদে ১২.৩৬ লাখ টাকা, চতুর্থ মেয়াদে ১৮.১৫ টাকা ও পঞ্চম মেয়াদে ২৬.৩২ লাখ টাকা দাঁড়াবে। আরও পড়ুন: বাড়ছে এটিএমে টাকা তোলার খরচ, আগামিকাল থেকেই বদলে যাবে বেতন-ইএমআইয়ের নিয়মও, জানুন বিস্তারিতভাবে