Rupay কার্ডের মাধ্যমে এবার বিদেশেও লেনদেন সম্ভব, বিশেষ পদক্ষেপ করতে চলেছে RBI
RBI: প্রি-পেইড ফরেক্স কার্ড ইস্যু হলে বিদেশে বসবাসকারী লোকেরা উপকৃত হবে। এই কার্ডের ফলে ব্যবসায়ী, বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থী এবং যারা প্রায়শই বিদেশ ভ্রমণ করে তারা বিশেষ উপকৃত হবে।
নয়া দিল্লি: সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে বৃহস্পতিবার রেপো রেট না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন RBI প্রধান শক্তিকান্ত দাস। এবার Rupay কার্ড নিয়ে RBI-এর MPC বৈঠকে একটি বড় ঘোষণা করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক এখন ব্যাঙ্কগুলিকে রুপে প্রি-পেইড ফরেক্স কার্ড ইস্যু করার অনুমতি দিয়েছে। এর ফলে কোটি কোটি মানুষ উপকৃত হবে। পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্কের এই পদক্ষেপ Rupay কার্ডকে বিশ্ব বাজারেও অর্থনৈতিক আদান-প্রদানে সহায়তা করবে। কেননা এই প্রি-পেইড Rupay কার্ডের মাধ্যমে লোকেরা সহজেই বিদেশে অর্থপ্রদান করতে সক্ষম হবে। পাশাপাশি বিদেশে RuPay ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড কার্ড ব্যবহারের অনুমতি থাকবে।
RBI-এর সিদ্ধান্তে লাভবান হবে কে?
RBI-এর প্রি-পেইড ফরেক্স কার্ডের মাধ্যমে কোটি-কোটি মানুষ উপকৃত হবেন। প্রি-পেইড ফরেক্স কার্ড ইস্যু হলে বিদেশে বসবাসকারী লোকেরা উপকৃত হবে। এই কার্ডের ফলে ব্যবসায়ী, বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থী এবং যারা প্রায়শই বিদেশ ভ্রমণ করে তারা বিশেষ উপকৃত হবে। ফরেক্স Rupay প্রিপেইড কার্ডের অধীনে কেনাকাটা এবং অন্যান্য খরচও করতে পারবেন।
Rupay কার্ড পাবে বৈশ্বিক স্বীকৃতি
RBI-এর সিদ্ধান্তের ফলে Rupay কার্ড সারা বিশ্বে স্বীকৃতি পাবে। সম্প্রতি RBI-এর বার্ষিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্ট অনুসারে পেমেন্ট ভিশন ডকুমেন্ট 2025 ইতিমধ্যেই UPI এবং Rupay কার্ডকে বৈশ্বিক স্তরে নিয়ে যাওয়ার সম্পূর্ণ পরিকল্পনা করেছে। আমরা আপনাকে বলি, RuPay কার্ডকে বৈশ্বিক স্তরে নিয়ে যাওয়ার জন্য, ভুটান, সিঙ্গাপুর, নেপাল এবং সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে কো-ব্র্যান্ডিং ছাড়াই এই কার্ডগুলি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য দেশেও কার্ডগুলি বাস্তবায়নের প্রস্তুতি চলছে।