RBI Monetary Policy: বাড়ছে না ঋণের বোঝা, মধ্যবিত্তদের স্বস্তি জুগিয়ে ফের রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

Repo Rate: জিডিপির প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ জানান, ২০২৩-২৪ অর্থবর্ষে ডিজিপির হার ৬.৫ শতাংশ থাকবে।

RBI Monetary Policy: বাড়ছে না ঋণের বোঝা, মধ্যবিত্তদের স্বস্তি জুগিয়ে ফের রেপো রেট অপরিবর্তিত রাখল RBI
রিজার্ভ ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 08, 2023 | 11:57 AM

নয়া দিল্লি: হাল ফিরছে অর্থনীতির। কমছে মূল্যবৃদ্ধি। দেশের অর্থনীতির উন্নতির রাশ শক্ত হাতে ধরতেই ফের একবার  রেপো রেট (Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)।আজ, বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ (Shaktikanta Das) জানান, কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে রেপো রেট ৬.৫ শতাংশ হারেই অপরিবর্তিত রাখা হচ্ছে। পরিবর্তন করা হয়নি রিভার্স রেপো রেটেরও।  রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট অপরিবর্তিত রাখায়, আপাতত তিনমাস ঋণের উপরে সুদের হার বাড়বে না। ইএমআই(EMI)-র হারও বৃদ্ধি পাবে না।

এ দিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ জানান, মনিটারি পলিসি কমিটির বৈঠকে সদস্যদের সর্বসম্মতিক্রমেই রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, মনিটারি পলিসি কমিটির তরফে যে সিদ্ধান্ত ও পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছিল, তার আশাব্যাঞ্জক ফল মিলতে শুরু করেছে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে আগামিদিনেও কমিটি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

প্রসঙ্গত, করোনাকালে অর্থনীতির গতি থমকে গেলেও, ২০২২ সালের মে মাস থেকেই ধাপে ধাপে রেপো রেট বাড়াচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। প্রতি ত্রৈমাসিকেই ২৫০ বেসিস পয়েন্ট করে রেপো রেট বাড়ানো হয়েছিল। গত এপ্রিল মাসে কেবল রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছিল।

উল্লেখ্য, যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া অন্যান্য ব্য়াঙ্ককে ঋণ দেয়, তাকে রেপো রেট বলা হয়। যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য ব্যাঙ্কের কাছ থেকে ঋণ নেয়, তাকে রিভার্স রেপো রেট বলা হয়।

রেপো রেট অপরিবর্তিত থাকায়, স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটিও ৬.২৫ শতাংশ হারে ধার্য করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে মূল্যবৃদ্ধির পূর্বাভাস গতবারের ৫.২ শতাংশের তুলনায় কমিয়ে ৫.১ শতাংশ ধার্য করা হয়েছে। গোটা অর্থবর্ষ জুড়েই মূল্য়বৃদ্ধির হার ৪ শতাংশের উপরে থাকবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে, জিডিপির প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ জানান, ২০২৩-২৪ অর্থবর্ষে ডিজিপির হার ৬.৫ শতাংশ থাকবে।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া রেপো রেট অপরিবর্তিত রাখায়, সুদের হার ও ইএমআই-ও বাড়বে না।