AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cow Milk Production: চোখে চশমা উঠতেই ৪০ শতাংশ বেশি দুধ দিচ্ছে গরু!

VR Glass: ব্যবসায়ীদের দাবি, গরুদের ভিআর গ্লাস পরানো হচ্ছে। তাদের সবুজ ক্ষেতের ভিডিয়ো চালিয়ে দেওয়া হচ্ছে। ২৪ ঘণ্টা এই ভিডিয়ো চালিয়ে রাখা হচ্ছে। আর এরপরেই হচ্ছে কেরামতি। দেখা যাচ্ছে, ভিআর গ্লাস পরার পর গরুরা অতিরিক্ত দুধ দিচ্ছে।

Cow Milk Production: চোখে চশমা উঠতেই ৪০ শতাংশ বেশি দুধ দিচ্ছে গরু!
গরুরা পরছে ভিআর গ্লাস।Image Credit: Instagram
| Updated on: Jan 14, 2024 | 7:00 AM
Share

মস্কো: বর্তমানে জনপ্রিয় হচ্ছে মিউজিক থেরাপি। শারীরিক বা মানসিক যন্ত্রণা পরিশমের জন্য সঙ্গীত ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন দেশে এই মিউজিক থেরাপি নিয়ে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষাও চলছে। তবে সবাইকে ছাপিয়ে এক ধাপ এগিয়ে গেল রাশিয়ার দুধ উৎপাদকরা। তাদের দাবি, নতুন এক পদ্ধতিতে তারা বেশি দুধ উৎপাদন করছেন। গরুদের পরানো হচ্ছে ভিআর গ্লাস। ওই চশমা পরার পরই গরুরা নাকি ৪০ শতাংশ বেশি দুধ দিচ্ছে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিআর গ্লাস পরা গরুদের ছবি।

রাশিয়ার কৃষি ও খাদ্য উৎপাদন মন্ত্রকের তরফে এই নতুন উদ্যোগ শুরু করা হয়েছে। রাশিয়ার পশুপালক ও দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের দাবি, গরুদের ভিআর গ্লাস পরানো হচ্ছে। তাদের সবুজ ক্ষেতের ভিডিয়ো চালিয়ে দেওয়া হচ্ছে। ২৪ ঘণ্টা এই ভিডিয়ো চালিয়ে রাখা হচ্ছে। আর এরপরেই হচ্ছে কেরামতি। দেখা যাচ্ছে, ভিআর গ্লাস পরার পর গরুরা অতিরিক্ত দুধ দিচ্ছে। সেই পরিমাণ খুব একটা কম নয়। আগে যা দুধ উৎপাদন করত একটি গরু, তার তুলনায় ৪০ শতাংশ বেশি দুধ দিচ্ছে গরুগুলি।

কী করে এই ভিআর গ্লাস?

জানা গিয়েছে, গরুদের পরানো ভিআর গ্লাসে ২৪ ঘণ্টাই সবুজ ক্ষেতের ভিডিয়ো চালিয়ে রাখা হচ্ছে। এতে গরুদের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে যে তারা খোলা ক্ষেতে বসবাস করছে, সম্পূর্ণ মুক্ত তারা। এর ফলে গরুদের মুড ভাল হয়ে যাচ্ছে, ফলে তারা দুধও বেশি করে উৎপাদন করছে। একইসঙ্গে গরুর স্বাস্থ্যেরও উন্নতি হচ্ছে।

কেন ভিআর গ্লাস ব্যবহার করা হচ্ছে?

রাশিয়া অত্যন্ত শীতল স্থান। গরু যেমন অতিরিক্ত উষ্ণ পরিবেশে থাকতে পারে না, তেমনই আবার অতিরিক্ত শীতল পরিবেশেও তাদের টিকে থাকা দুষ্কর। ভিআর গ্লাসে সবুজ ক্ষেত দেখে গরুরা ভাবে, খোলা জায়গায় ও মনোরম পরিবেশে রয়েছে।