Gold Price in India: স্বাধীনতা থেকে উত্তাল সত্তর, জরুরি অবস্থাতেও রকেট গতিতে বেড়েছিল সোনার দাম

Gold Price in India: যদিও ১৯৫০ থেকে ১৯৬০, এক দশকে সোনার দামে যদিও ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল। ৯৯ টাকা থেকে দশ বছরে তা হয়ে যায় ১১১ টাকা। তবে সেই ঊর্ধ্বগতি আর কখনওই কমেনি। ১৯৬১ সালে দাম ছিল ১১৯ টাকা। ১৯৭০ সালে তা বেড়ে দাঁড়ায় ১৮৪ টাকা।

Gold Price in India: স্বাধীনতা থেকে উত্তাল সত্তর, জরুরি অবস্থাতেও রকেট গতিতে বেড়েছিল সোনার দাম
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2023 | 7:58 PM

কলকাতা: বিগত কয়েকদিনে হু হু করে বেড়েছে সোনার দাম। দামের রকেট গতিতে চোখ ছানাবড়া আম-আদমির। ২ ডিসেম্বর কলকাতায় ১০ গ্রাম সোনা বিকোচ্ছে ৬৩ হাজার ১৫০ টাকায়।  হলমার্ক দেওয়া ১০ গ্রামের গয়না সোনার দাম রয়েছে ৬০ হাজার ৩৫০ টাকায়। আজ যে সোনা ৬০ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে স্বাধীনতার ঠিক পরে সেই সোনার দাম জানলে অবাক হবেন আপনিও। সূত্রের খবর, ১৯৫০ সালে এই সোনার দাম ছিল ৯৯ টাকা। ১৯৫৫ সালে তা আবার এক ধাক্কায় অনেকটাই নেমে যায়। দাম ছিল ৭৯ টাকা। 

যদিও ১৯৫০ থেকে ১৯৬০, এক দশকে সোনার দামে যদিও ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল। ৯৯ টাকা থেকে দশ বছরে তা হয়ে যায় ১১১ টাকা। তবে সেই ঊর্ধ্বগতি আর কখনওই কমেনি। ১৯৬১ সালে দাম ছিল ১১৯ টাকা। ১৯৭০ সালে তা বেড়ে দাঁড়ায় ১৮৪ টাকা। উত্তাল সত্তরের দশকেও কিন্তু ছবিটা বদলায়। বাংলার পাশাপাশি গোটা দেশেই রাজনৈতিকভাবে উত্তাল পরিস্থিতি তৈরি হয়ে সত্তরে। একদিকে যেমন চলেছে নকশাল আন্দোলন, তেমনই আবার জরুরির অবস্থার মুখোমুখি হয়েছিল গোটা দেশ। 

কিন্তু, সেই সত্তরেও ঝড়ের গতিতে বেড়েছে সোনার দাম। জরুরি অবস্থা শুরুর পরের বছরই দেশের সোনার দাম ছিল ৪৩২ টাকা। দশ বছরের মাথায় ১৯৮৫ সালে তা দাঁড়ায় ২১৩০ টাকা। ১৯৯৫ সালে তা আবার বেড়ে হয়ে যায় ৪৬৮০ টাকা। পাঁচ বছরের মাথাতেই বিংশ শতাব্দী পেরিয়ে দেশ দাঁড়াল একবিংশ শতাব্দীতে। আরও বাড়ল সোনার দাম। ২০০৫ সালে সোনার দাম ছিল ৭ হাজার টাকা। ২০১০ সালে দাম ছিল ১৮ হাজার ৫০০ টাকা। ২০১১ সালে বাংলায় তখন পালাবদলের ঝড়। ২০১০ থেকে ২০১১ সালের মাথায় এক বছরে সোনার দাম বেড়ে হয়ে যায় ২৬ হাজার ৪০০ টাকা। ২০২০ সালে তা ছাড়িয়ে যায় ৪৮ হাজারের গণ্ডি। ২০২২ সালে পেরিয়ে যায় ৫২ হাজারের গণ্ডি।