Sensex: বুধেই লক্ষ্মী পা দিল দালাল স্ট্রিটে, সমস্ত রেকর্ড ভেঙে ৫৬ হাজারে পৌঁছল সেনসেক্স সূচক

Sensex Stocks: করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কার পর মন্দাই চলছিল শেয়ার বাজারে। দুই সপ্তাহ আগে সেনসেক্স ৫৪,২৯৮.২০ পয়েন্টে পৌঁছেছিল, যা সর্বোচ্চ সেনসেক্স ছিল। এ দিন বাজার খুলতেই সেই রেকর্ডও ভেঙে যায়।

Sensex: বুধেই লক্ষ্মী পা দিল দালাল স্ট্রিটে, সমস্ত রেকর্ড ভেঙে ৫৬ হাজারে পৌঁছল সেনসেক্স সূচক
৬০ হাজার পার করল সেনসেক্স সূচক। প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2021 | 12:50 PM

মুম্বই: সপ্তাহের মাঝেও টাকার বন্য়া দালাল স্ট্রিটে। বুধবার বাজার খুলতেই রেকর্ড ছুঁল সেনসেক্স। একলাফে ২৫০ পয়েন্ট বেড়ে ৫৬ হাজারের বেঞ্চমার্কে পৌঁছল সেনসেক্স সূচক (Sensex)। এ দিন বাজার খুলতেই সবথেকে বেশি লাভ করেছে টাটা স্টিল (TATA Steel), রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ় (Reliance Industries) ও এইডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)।

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কার পর মন্দাই চলছিল শেয়ার বাজারে। দুই সপ্তাহ আগে সেনসেক্স ৫৪,২৯৮.২০ পয়েন্টে পৌঁছেছিল, যা সর্বোচ্চ সেনসেক্স ছিল। এ দিন বাজার খুলতেই সেই রেকর্ডও ভেঙে যায়। ২৫২.৫৪ পয়েন্ট বেড়ে সেনসেক্সের সূচক পৌঁছয় ৫৬,০৪৪.৮১ -এ। এ দিকে নিফটি (Nifty) সূচকও ৬৬.৭৫ পয়েন্ট বেড়ে ১৬,২০০ সূচকে পার করে।

এ দিন রেকর্ড সূচকে সবথেকে বেশি লাভ করেছে ২৪টি সংস্থা। সবথেকে বেশি লাভ করেছে টাটা স্টিল, তাদের শেয়ার সূচক ২.৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও এইচডিএফসি, ইনফোসিস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ডঃ রেড্ডিজ। অন্যদিকে, ভারতী এয়ারটেল, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, লেসলে ইন্ডিয়া ও আল্ট্রাটেক সিমেন্টের শেয়ার সূচকের পতন হয়েছে।

কী কারণে উর্ধ্বমুখী শেয়ার সূচক?

বিপুল পরিমাণ জিএসটি সংগ্রহ ও বিদেশী বিনিয়োগের কারণেই শেয়ার বাজারে খুশির জোয়ার এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত বছরের তুলনায় চলতি বছরের জুলাই মাস অবধি জিএসটি সংগ্রহ ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রায় ১,১৬ লক্ষ কোটি টাকা আদায়ে দেশের অর্থনীতিও মুখ তুলতে শুরু করেছে।  এপ্রিলে পর দ্বিতীয়বার জিএসটি সংগ্রহ রেকর্ড পরিমাণে পৌঁছল।  অন্যদিকে, বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা বা এফপিআই ২,১১৬.৬০ কোটির শেয়ার কেনায় বাজারে প্রচুর অর্থের যোগান হওয়ায় লাভের মুখ দেখছে শেয়ার গ্রহীতারা। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারেও সূচক উর্ধ্বমুখীই।

করোনার ধাক্কা সামলিয়ে দেশের অর্থনীতিতে জোয়ার আনতে কেন্দ্রের তরফে যেমন কর্পোরেট ট্যাক্স রেট কমানো হয়েছে, তেমনি পিএলই স্কিম ও রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে রেপো রেট ও রিভার্স রেপো রেট অপরিবর্তিতই রাখা হয়েছিল। আরও পড়ুন: PM Kisan: সুখবর, প্রতিমাসে ৩০০০ টাকা পাবেন কৃষকরা