Gold-Silver price: সোনার থেকে দামি হচ্ছে রুপো! আজ কলকাতায় হলুদ ধাতুর দাম কত জানুন

Gold-Silver Price: একদিনে একেবারে লাফিয়ে ১০০ টাকা বেড়েছে হলুদ ধাতুর দাম। ফলে সাড়ে ৬২ হাজারের গণ্ডি টপকে গিয়েছে ২৪ ক্যারেট সোনার দাম। সস্তা নয় রুপোর বাজারও। বরং বলা যায়, সোনাকে টেক্কা দিচ্ছে রুপোর দাম বৃদ্ধির হার। একদিনে একেবারে ৩০০ টাকা বৃদ্ধি পেয়েছে রুপোর দাম।

Gold-Silver price: সোনার থেকে দামি হচ্ছে রুপো! আজ কলকাতায় হলুদ ধাতুর দাম কত জানুন
প্রতীকী চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2023 | 8:11 AM

কলকাতা: দু-দিন ক্রেতাদের কিছুটা স্বস্তি দেওয়ার পর ফের ঊর্ধ্বমুখী সোনার দাম (Gold price)। একদিনে একেবারে লাফিয়ে ১০০ টাকা বেড়েছে হলুদ ধাতুর দাম। ফলে সাড়ে ৬২ হাজারের গণ্ডি টপকে গিয়েছে ২৪ ক্যারেট সোনার দাম। সস্তা নয় রুপোর বাজারও। বরং বলা যায়, সোনাকে টেক্কা দিচ্ছে রুপোর দাম (Silver price) বৃদ্ধির হার। একদিনে একেবারে ৩০০ টাকা বৃদ্ধি পেয়েছে রুপোর দাম। আজ, মঙ্গলবার কলকাতায় সোনা ও রুপোর দাম দেখে নেওয়া যাক একনজরে…

রবিবার যেখানে সোনার দাম নিম্নগামী এবং সোমবার অপরিবর্তিত ছিল, সেখানে এদিন একলাফে দাম ১০০ টাকা বেড়ে গিয়েছে। ফলে এদিন কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম পৌঁছেছে ৫৭ হাজার ৪০০ টাকায়। একইভাবে দু-দিন পর ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১১০ টাকা। ফলে এদিন ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম পৌঁছেছে ৬২ হাজার ৬২০ টাকায়। আর ১৮ ক্যারেট সোনার দাম বেড়েছে ৮০ টাকা। ফলে এদিন কলকাতায় ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৪৬ হাজার ৯৬০ টাকা।

অন্যদিকে, রুপোর দামও ঊর্ধ্বমুখী। সোনার মতো দু-দিন আগে রুপোর দামও কিছুটা কমেছিল। সোমবার দাম অপরিবর্তিত ছিল। কিন্তু ফের ঊর্ধ্বমুখী। একলাফে একেবারে ৩০০ টাকা বেড়েছে রুপোর দাম। ফলে এদিন কলকাতায় ১ কেজি রুপোর দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৮ হাজার টাকা। সোমবার এই দাম ছিল ৭ হাজার ৭৭০ টাকা।