Cash payment: অনলাইন পেমেন্টের বদলে নগদ লেনদেন করলে কত টাকা বাঁচাতে পারবেন জানেন?
Offline payment: অনলাইন পেমেন্ট করতে গিয়ে, আপনার কত টাকা বেরিয়ে যাচ্ছে, তার কোনও হিসেব থাকে না। নগদে লেনদেন বাঁচাতে পারে লক্ষ লক্ষ টাকা। এমনটাই বলছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
কলকাতা: বর্তমানে, বিশেষ করে মধ্যবিত্তদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ, আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি রাখা। মূল্যবৃদ্ধির বাজারে ব্যয় সংকোচ করা দুঃসাধ্য হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সকলেই সঞ্চয়ের উপায় খুঁজছে। কীভাবে মাসের শেষে কিছু অর্থ বাঁচানো যায়। আজ আমরা এমন এক ব্যবহারিক টিপস দেব, যা বছরে লক্ষ লক্ষ টাকা বাঁচাতে পারে। যারা ইতিমধ্যেই এই টিপস কাজে লাগিয়েছেন, তারা প্রত্যেকেই ফল পেয়েছেন এবং এই ব্যবস্থার প্রশংসা করছেন।
করোনা মহামারির সময়ে, নোট-কয়েনের সঙ্গে প্রায় সব সম্পর্ক ছিন্ন করেছে মানুষ। মহামারি বিভিন্ন ভাবে আমাদের জীবন পাল্টে দিয়েছে। এর মধ্যে অন্যতম হল একটি হল অনলাইন লেনদেনের জনপ্রিয়তা বৃদ্ধি। অনলাইন লেনদেন ব্যবস্থা আগেই চালু হলেও, মহামারির সময়ই ছোঁয়াছুঁয়ি এড়াতে মানুষ প্রকৃত মুদ্রার পরিবর্তে অনলাইন পেমেন্ট করা শুরু করেছিল। ছোঁয়াছুঁয়ির ভয় তো নেই, তার পাশাপাশি নগদ অর্থ বহন করার ঝামেলাও থাকে না। বড় বড় শপিং মল থেকে শুরু করে পাড়ার চায়ের দোকানে পর্যন্ত, যে কোনও জায়গায় নিমেষেই অর্থ প্রদান করা যায়।
কিন্তু, এই অনলাইন পেমেন্ট করতে গিয়ে, আপনার কত টাকা বেরিয়ে যাচ্ছে, তার কোনও হিসেব থাকে না। দ্য সান-এর এক প্রতিবেদনে, দুই ব্রিটিশ মহিলা জানিয়েছেন, অনলাইন বা কন্টাক্টলেস পেমেন্টের পরিবর্তে তাঁরাফের নগদে পেমেন্ট করা শুরু করেছেন। লাইব্রেরি সহকারী হিসেবে কাজ করেন ক্যাসি কুপার। তিনি জানিয়েছেন, ভার্চুয়ালের পরিবর্তে ফিজিক্যাল কারেন্সি অর্থাৎ প্রকৃত মুদ্রা নোট ব্যবহার করায়, প্রতি সপ্তাহে তাঁর অন্তত ১১ হাজার টাকা করে সাশ্রয় হচ্ছে। এইভাবে বছরে তাঁর ৫ লক্ষ টাকার বেশি সঞ্চয় হচ্ছে। তাঁর মতে টাকা বাঁচানোর জন্য এটা এক দুর্দান্ত কৌশল। বিক্রয় সহকারী হিসেবে কর্মরত লরা মায়ার্স বলেছেন, একইভাবে তিনিও সপ্তাহে প্রায় ৭ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারছেন।
শুধু এই দুই মহিলাই নন, সঞ্চয় বিশেষজ্ঞরাও বলছেন, সত্যি সত্যিই অনলাইন পেমেন্টের বদলে নগদে পেমেন্ট করলে, বেশ কিছু টাকা বাঁচতে পারে। আসলে, যখন আমাদের হাতে নগদ টাকা থাকে না, তখন আমরা খরচ করার সময় খুব একটা চিন্তা করি না। কিন্তু, হাতে টাকা দিলে খরচ অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। আমরা ভেবেচিন্তে ব্যয় করে থাকি। আর্থিক বিশেষজ্ঞদের মতে, নগদে পেমেন্ট করলে ব্যয়ের একটা হিসেব সমসময় মাথার মধ্যে থাকে। আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা বেরিয়ে যাচ্ছে। সেই বুঝে পরের খরচ করতে পারেন। এই কারণেই এটিএম থেকে টাকা তুলে নগদে পেমেন্ট করাসঞ্চয়ের এক দুর্দান্ত কৌশল বলে মনে করা হচ্ছে।