AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal Business Summit: মহুয়া-বিতর্কের মধ্যে বেঙ্গল বিজনেস সামিটে কী আসবেন আদানি? জবাব রাজ্যের মন্ত্রীর

Bengal Business Summit: আগামী ২১ নভেম্বর থেকে কলকাতায় শুরু হতে চলেছে বেঙ্গল বিজনেজ সামিটি। তিনদিন ধরে চলা এই সামিটে দেশ-বিদেশের বহু শিল্পপতি আসার কথা রয়েছে। স্বাভাবিকভাবেই হসপিটালিটি, ট্যুরিজম, আইটি সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। শিল্পপতি আদানির উপস্থিতির সম্ভাবনা নিয়েও ইতিবাচক ইঙ্গিত দিলেন রাজ্যের মন্ত্রী।

Bengal Business Summit: মহুয়া-বিতর্কের মধ্যে বেঙ্গল বিজনেস সামিটে কী আসবেন আদানি? জবাব রাজ্যের মন্ত্রীর
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Nov 18, 2023 | 12:50 AM
Share

নয়া দিল্লি: আদানি-ইস্যুতে সংসদে প্রশ্ন তোলা নিয়ে বর্তমানে কোপের মুখে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তিনি ব্যবসায়ী দর্শন হীরানন্দানির থেকে টাকা নিয়ে আদানি-ইস্যুতে সংসদে প্রশ্ন তুলেছিলেন বলে অভিযোগ। মহুয়ার এই প্রশ্ন-বিতর্ক নিয়ে যখন সংসদ থেকে গোটা দেশের রাজনীতিতে জলঘোলা চলছে, তখন বেঙ্গল বিজনেস সামিটে (Bengal Business Summit) শিল্পপতি আদানির উপস্থিতি জরুরি বলেই মনে করছে রাজ্য। তাই মহুয়া-বিতর্ক সত্ত্বেও বেঙ্গল বিজনেস সামিটে আদানির উপস্থিতি নিয়ে আশাবাদী রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। কোনও কিছুর জন্য উন্নয়ন থমকে থাকতে পারে না বলে স্পষ্ট করে দেন তিনি। পাশাপাশি দিল্লির প্রগতি ময়দানে আয়োজিত ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে বেঙ্গল প্যাভিলিয়নের উদ্বোধনে এসে মহুয়া সম্পর্কে দলের অবস্থানও একপ্রকার স্পষ্ট করে দিলেন তিনি।

মহুয়া মৈত্রের বিতর্কের পরেও বেঙ্গল বিজনেস সামিটে শিল্পপতি আদানি আসবেন কিনা তা নিয়ে প্রশ্ন করা হয় রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে। জবাবে তিনি বলেন, “এই বিষয়ে রাজনীতি হওয়া উচিত নয়।” রাজ্যের শিল্প-উন্নয়নের ক্ষেত্রে আদানির সঙ্গে যে-যে চুক্তি হচ্ছে তা বাস্তবায়িত হবে বলেও আশাবাদী তিনি।

অন্যদিকে, মহুয়া মৈত্র সম্পর্কে দলের অবস্থান স্পষ্ট করলেন শশী পাঁজা। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলা এবং পাসওয়ার্ড দিয়ে ইমেল লগ-ইন করার গুরুতর অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। তিনিও পাসওয়ার্ড দেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন। তাই এই বিষয়ে কার্যত কোনও দায় নিতে নারাজ দল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যের মন্ত্রী স্পষ্টত বলেন, “এই বিষয়টি মহুয়া মৈত্রকে হ্যান্ডেল করতে হবে।” তবে যেভাবে তাঁকে সাসপেন্ড করার প্রস্তাব দিয়েছে এথিক্স কমিটি, তা সমর্থনযোগ্য নয় বলেও জানান শশী পাঁজা। অন্যদিকে, সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে শশী পাঁজার সতর্কতামূলক মন্তব্য, রাজ্য সরকার বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করছে।

প্রসঙ্গত, আগামী ২১ নভেম্বর থেকে কলকাতায় শুরু হতে চলেছে বেঙ্গল বিজনেজ সামিটি। তিনদিন ধরে চলা এই সামিটে দেশ-বিদেশের বহু শিল্পপতি আসার কথা রয়েছে। স্বাভাবিকভাবেই হসপিটালিটি, ট্যুরিজম, আইটি সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।