Tata Steel: ঝড় তুলছে TATA স্টিল, এই রেকর্ড আগে কখনও হয়নি ইতিহাসে
Tata Steel: ২০২৩-২৪ অর্থবর্ষ সবে শেষ হয়েছে। গত অর্থবর্ষে ভারতে ২ কোটি ৮ লাখ মেট্রিক টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে টাটা স্টিল। এটাই সংস্থার এখনও পর্যন্ত দেশীয় বাজারে সর্বোচ্চ সাফল্য। ২০২২-২৩ অর্থবর্ষের তুলনায় এ দেশে প্রায় ৪ শতাংশ অপরিশোধিত ইস্পাত উৎপাদন বাড়িয়েছে টাটা স্টিল।
নয়া দিল্লি: এবার সর্বকালীন রেকর্ড গড়ে ফেলল টাটা স্টিল। টাটা স্টিলের ইতিহাসে লেখা হল নতুন ইতিহাস। অপরিশোধিত ইস্পাত বা ক্রুড স্টিল উৎপাদনে নয়া রেকর্ড তৈরি করল সংস্থা। ২০২৩-২৪ অর্থবর্ষ সবে শেষ হয়েছে। গত অর্থবর্ষে ভারতে ২ কোটি ৮ লাখ মেট্রিক টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে টাটা স্টিল। এটাই সংস্থার এখনও পর্যন্ত দেশীয় বাজারে সর্বোচ্চ সাফল্য। ২০২২-২৩ অর্থবর্ষের তুলনায় এ দেশে প্রায় ৪ শতাংশ অপরিশোধিত ইস্পাত উৎপাদন বাড়িয়েছে টাটা স্টিল।
তার মধ্যে গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে অর্থাৎ শুধু জানুয়ারি-মার্চের মধ্য়েই প্রায় ৫৩ লাখ ৮০ হাজার মেট্রিক টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে টাটা স্টিল। একইসঙ্গে দেশীয় বাজারে প্রায় ৯ শতাংশ বেড়েছে ইস্পাত সরবরাহ। যা থেকে স্পষ্ট ইঙ্গিত মেলে, ভারতীয় বাজারে স্টিলের চাহিদা। তবে ভারতীয় বাজারে এই দুর্দান্ত সাফল্য মিললেও বিদেশে কিন্তু সদ্য শেষ হওয়া অর্থবর্ষে কিছুটা হোঁচটই খেতে হয়েছে টাটা স্টিলকে। যেমন নেদারল্যান্ডসে ২০২৩-২৪ অর্থবর্ষে টাটা স্টিল অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে মাত্র ৪০ লাখ ৮০ হাজার মেট্রিক টনের আশপাশে। পরিসংখ্যানগত দিক থেকে যা আগের অর্থবর্ষের তুলনায় প্রায় ২৪ শতাংশ কম।
একইরকমভাবে ধাক্কা খেতে হয়েছে ব্রিটেনের বাজারেও। ব্রিটেনে ২০২৩-২৪ অর্থবর্ষে টাটা স্টিল উৎপাদন করেছে প্রায় ৩০ লাখ ২ হাজার মেট্রিক টন অপরিশোধিত ইস্পাত। পরিসংখ্যানগত দিক থেকে এটাও আগের অর্থবর্ষের তুলনায় অনেকটাই কম।