দালাল স্ট্রিটকে খুশ করে দিল TATA, অভিষেকেই লালে লাল সবাই

Tata Technologies Listing at Market: বৃহস্পতিবার স্টক মার্কেট ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) এবং বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) তালিকাভুক্ত হল টাটা গোষ্ঠীর এই সংস্থা। প্রায় ২০ বছর পর টাটার কোনও সংস্থা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হল। আর প্রথমদিনই সংস্থার আইপিও-তে লগ্নিকারীদের মুখে ফুটল চওড়া হাসি।

দালাল স্ট্রিটকে খুশ করে দিল TATA, অভিষেকেই লালে লাল সবাই
প্রথম দিনই লগ্নিকারীদের বড় রিটার্ন দিল টাটা টেক (ফাইল ছবি)Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 30, 2023 | 4:02 PM

মুম্বই: প্রথম দিনই স্টক মার্কেটে আগুন ধরিয়ে দিল টাটা টেকনোলজিস। বৃহস্পতিবার স্টক মার্কেট ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) এবং বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) তালিকাভুক্ত হল টাটা গোষ্ঠীর এই সংস্থা। প্রায় ২০ বছর পর টাটার কোনও সংস্থা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হল। আর প্রথমদিনই সংস্থার আইপিও-তে লগ্নিকারীদের মুখে ফুটল চওড়া হাসি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে টাটা টেক তালিকাভুক্ত হল ১২০০ টাকার লিস্টিং প্রাইসে। আর বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির সময় টাটা টেকের শেয়ারের দাম ছিল ১১৯৯.৯৫ টাকা। টাটা টেক শেয়ার ইস্যুর আপার ব্যান্ড ছিল ৫০০ টাকা। অর্থাৎ, বাজারে অভিষেকের দিনই টাটা টেক লগ্নিকারীদের ৭০০ টাকা বা ১৪০ শতাংশ রিটার্ন দিল।

বিডিংয়ের ক্ষেত্রেও তাক লাগিয়ে দিয়েছিল টাটা টেক। বিনিয়োগকারীদের কাছ থেকে দুর্দান্ত সাড়া এসেছিল। ৩০৪২ কোটি টাকার তহবিল তোলার জন্য আইপিও খুলেছিল টাটা টেকনোলজিস। কিন্তু বিড পেয়েছিল ১.৫৬ লক্ষ কোটি টাকার। ২২ থেকে ২৪ নভেম্বর সাবস্ক্রিপশনের জন্য তার আইপিও খুলেছিল টাটা টেকনোলজিস। সাবস্ক্রিপশনের শেষ দিনে আইপিওটি ৬৯.৪৩ বার সাবস্ক্রাইব করা হয়েছিল। রেকর্ড ৭৩.৬ লক্ষ অ্যাপ্লিকেশন জমা পড়েছিল। সংস্থার কর্মচারী এবং টাটা মোটরস লিমিটেড এবং টাটা মোটরস ডিভিআর লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য বিডিংয়ে আলাদা সংরক্ষণ ছিল। টাটা মোটরসের শেয়ারহোল্ডারদের জন্য সংরক্ষিত আইপিও ২৯.২০ বার এবং কর্মীদের জন্য সংরক্ষিত আইপিও ৩.৭০ বার বুক করা হয়েছিল।

টাটা টেকনোলজিস হল টাটা গোষ্ঠীর এক গ্লোবাল ইঞ্জিনিয়ারিং পরিষেবা সংস্থা। বিশ্বজুড়ে প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং ডিজিটাল সমাধান দেয় এই সংস্থা। স্বস্তিকা ইনভেস্টমার্ট লিমিটেড সংস্থার হেড অব ওয়েলথ, শিবানী ন্যাতি বলেছেন, “বিশ্বের অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং পরিষেবা সংস্থাগুলির একটি হল টাটা টেকনোলজিস। আজ তারা স্টক মার্কেটে আত্মপ্রকাশ করল। আইপিও মূল্যের চেয়ে ১৪০ শতাংশের একটি চিত্তাকর্ষক ব্লকবাস্টার প্রিমিয়ামে তালিকাভুক্ত হয়েছে সংস্থাটি। ৬৯.৪৩ বার-এর বিস্ময়কর ওভারসাবস্ক্রিপশনেই আইপিও-তে অপ্রতিরোধ্য প্রতিক্রিয়ার ইঙ্গিত স্পষ্ট ছিল। বিনিয়োগকারীদের এই আগ্রহের কারণ, সংস্থার শক্তিশালী মৌলিক এবং প্রতিশ্রুতিশীল বৃদ্ধির সম্ভাবনা এবং অবশ্যই টাটা গোষ্ঠীর উত্তরাধিকার। টাটা টেকনোলজিসের তালিকাভুক্তি, ইঞ্জিনিয়ারিং পরিষেবা খাতের জন্য এক ইতিবাচক উন্নয়ন। আইপিও-তে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদে তাদের শেয়ার ধরে রাখা উচিত। কারণ, সংস্থাটির টেকসই প্রবৃদ্ধির ভাল সম্ভাবনা রয়েছে।”