Energy Stocks: ভরসা সেই সূর্যদেব, বাজেটের পর এই এনার্জি স্টকগুলিতে মিলতে পারে মোটা লাভ

Energy Stocks: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আদানি এন্টারপ্রাইজ লিমিটেড উভয় সংস্থাই ইতিমধ্যেই শক্তির বিকল্প উৎসগুলিতে জোরকদমে বিনিয়োগ করতে শুরু করেছে। তাতেই লাভের গুড় ঘরে ঢুকছে বিনিয়োগকারীদের।

Energy Stocks: ভরসা সেই সূর্যদেব, বাজেটের পর এই এনার্জি স্টকগুলিতে মিলতে পারে মোটা লাভ
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Feb 02, 2024 | 8:09 PM

কলকাতা: গ্রিন এনার্জি সেক্টরে জোর দিচ্ছে সরকার। তাতেই যেন নতুন অক্সিজেন পেয়েছে এনার্জি সেক্টরের একাধিক স্টক। বাজেট পেশের দিন থেকেই ঝড়ের গতিতে বাড়ছে দাম। এনটিপিসি থেকে টাটা পাওয়ার, আদানি পাওয়ার, এমনকি জয়প্রকাশ পাওয়ারের মতো পেনি স্টকেও দেখা গিয়েছে বড় লাফ। বাজার বিশেষজ্ঞরাও বলছেন, আগামী কয়েকদিন বজায় থাকবে এই ঊর্ধ্বগতি। এনার্জি সেক্টরের সংস্থাগুলি এখন থেকেই অনেক বেশি মাত্রায় সৌর এবং অন্যান্য পুনর্নবীকরণযোগ্য বিদ্যুতের ক্ষেত্রে বেশি করে বিনিয়োগ করতে শুরু করেছে। কয়েকদিন আগেই দেশের ১ কোটি গৃহস্থের বাড়িতে সৌর বিদ্যুতের ব্যবস্থা গড়ার জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোগী। নাম প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা। বাজেট পেশের দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, ওই পরিবারগুলি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত নিখরচায় বিদ্যুৎ পাবেন। মনে করা হচ্ছে এই ঘোষণাই বরাত খুলে দিয়েছে এনার্জি সেক্টরের শেয়ারগুলির। 

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আদানি এন্টারপ্রাইজ লিমিটেড উভয় সংস্থাই ইতিমধ্যেই শক্তির বিকল্প উৎসগুলিতে জোরকদমে বিনিয়োগ করতে শুরু করেছে। তাতেই লাভের গুড় ঘরে ঢুকছে বিনিয়োগকারীদের। শুক্রবারই দিনভর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে ৬২ টাকারও বেশি। নতুন স্টকের দাম ২৯০০ টাকার গণ্ডি পার করে গিয়েছে। সেখানে বেশ খানিকটা দাম বেড়ে আদানি গ্রিন এনার্জির শেয়ার দর ঘোরাফেরা করছে ১৬৭৪ টাকার আশপাশে। 

অন্যদিকে ওনজিসির শেয়ারও ভাল লাভ দিচ্ছে। বর্তমানে দাম ঘোরাফেরা করছে ২৫৭ টাকার আশপাশে। সেখানে এদিন ১০ টাকা বেড়ে এনটিপিসির স্টকের দাম ঘোরাফেরা করছে ৩৩২ টাকার ঘরে। তবে ঊর্ধ্বগতির বাজারে খানিকটা খারাপ ফল আদানি পাওয়ারের। এদিন প্রায় ৫টাকা দাম কমে নতু দাম দাঁড়িয়েছে ৫৫৯ টাকার ঘরে। অন্যদিকে ভাল লাভ দিচ্ছে ইন্ডিয়ান ওয়েল। ১৩ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ১৬২ টাকা ৯০ পয়সা।