Credit Score: ব্যাঙ্কের ক্রেডিট স্কোর কীভাবে ভাল রাখবেন, রইল টিপস
ব্যাঙ্কের কোনও গ্রাহকের এই স্কোর বেশি থাকার অর্থ ব্যাঙ্কের সুনজরে রয়েছেন তিনি। ক্রেটিড স্কোর ভাল হলে ঋণ পাওয়া অনেকটাই সহজ হয়ে যায়। তাই এই স্কোর বেশি থাকলে অর্থনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত ভাবেই পোক্ত হয়। এই প্রতিবেদনে সেই দিশাই দেখাব আমরা।
নয়াদিল্লি: বিভিন্ন বিনিয়োগের জন্য আর্থিক প্রতিষ্ঠানের থেকে ঋণ নিই আমরা। তবে চাইলেই সবাইকে ঋণ দেয় না ব্যাঙ্ক। ঋণ দেওয়ার জন্য বেশ কিছু বিষয় যাচাইও করে নেয় তারা। যার মধ্যে অন্যতম হল ক্রেডিট স্কোর। ব্যাঙ্কের কোনও গ্রাহকের এই স্কোর বেশি থাকার অর্থ ব্যাঙ্কের সুনজরে রয়েছেন তিনি। ক্রেটিড স্কোর ভাল হলে ঋণ পাওয়া অনেকটাই সহজ হয়ে যায়। তাই এই স্কোর বেশি থাকলে অর্থনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত ভাবেই পোক্ত হয়। এই প্রতিবেদনে সেই দিশাই দেখাব আমরা। কোন কোন কাজ করলে ক্রেডিট স্কোর ভাল হবে, তার হদিশ দেব আমরা।
ঋণ সময়মতো শোধ করুন: কোনও প্রয়োজনে ঋণ যদি করতেই হয়, ক্ষতি নেই। কিন্তু ঋণ নিয়ে তা সময়মতো পরিশোধ করা উচিত। ধার নিয়ে সময় মতো যাঁরা শোধ করে নেন, ব্যাঙ্কের সুনজরে থাকেন তাঁরা। তাই সময়ে ঋণ পরিশোধ করুন। তা করলে আপনার ক্রেডিট স্কোর নিশ্চিত ভাবে বেড়ে যাবে।
ক্রেডিট রিপোর্টে নজর: নিজের ক্রেডিট রিপোর্টের উপর সব সময় নজর রাখুন। তাতে কোনও গরমিল হচ্ছে কি না, তা লক্ষ্য রাখুন। কারণ এই গরমিল ক্রেটিড স্কোরে প্রভাব ফেলে।
ক্রেডিং মিক্স বজায় রাখা: সিকিওরড এবং আনসিকিওরড ক্রেডিটের মিশ্রণ ক্রেডিট স্কোর বাড়াতে সাহায্য করে।
ঋণ পরিশোধের ধারাবাহিকতা তৈরি: ধরুন আপনি বিভিন্ন ব্যাঙ্ক থেকে বিভিন্ন খাতে ঋণ করেছেন। দীর্ঘ দিন ধরেই আপনি ধার করেছেন, আর সময় মতো তা শোধ করেছেন। আবার ধার করেছেন। ধারাবাহিক ভাবে ঋণ পরিশোধ হলে তা ক্রেডিট স্কোরের উন্নতির সহায়ক হয়।
লোন কম করুন: সব কাজই যদি আপনি লোন নিয়ে করেন, তার খারাপ প্রভাব পড়ে ক্রেডিট স্কোর। যত বেশি লোন তত বেশি স্কোর কমের সম্ভাবনা। তাই অপ্রয়োজনীয় ঋণ করা থেকে বিরত থাকাও ক্রেটিড স্কোরকে ভাল জায়গায় ধরে রাখতে সাহায্য করে।