Dividend, TVS: দারুণ ডিভিডেন্ড দিচ্ছে টিভিএস মোটরস ও REC লিমিটেড, বোনাস ইস্যু করল এই ওষুধ প্রস্তুতকারী সংস্থা!
Stock Market News: আজ ডিভিডেন্ড দেবে দু'টি সংস্থা। টিভিএস মোটরস ও REC লিমিটেড। অন্যদিকে আজ বোনাস দেওয়ার ঘোষণা করেছে বিটা ড্রাগস।

বাজারে ওঠা-পড়া তো লেগেই রয়েছে। আর সেই ওঠা-পড়ার দিকে নজর থাকে বিনিয়োগকারীদের। তবে শুধু বাজারের ওঠা-পড়া নয়, একাধিক বিষয়ের দিকেই নজর রাখতে হয় শেয়ার বাজারে বিনিয়োগকারীদের। তাঁরা হিসাব রাখেন কখন কোন সংস্থা ডিভিডেন্ড দিচ্ছে, কখন কে বোনাস দিচ্ছে। কোন সংস্থা রাইটস ইস্যু করছে বা কাদের বোর্ড মিটিং রয়েছে কিম্বা কোন সংস্থার শেয়ার স্প্লিট করছে। কর্পোরেট ক্যালেন্ডারের দিকে নজর রাখলে কবে কোন সংস্থায় কী হচ্ছে সেই বিষয়ে জানা যায়।
আজ ডিভিডেন্ড দেবে দু’টি সংস্থা। টিভিএস মোটরস ও REC লিমিটেড। আজ শেয়ার প্রতি ১০ টাকা ডিভিডেন্ড দেবে টিভিএস মোটরস। ২৬ মার্চ দিনের শুরুতে ২ হাজার ৪১৫ টাকায় মার্কেটে বিকিকিনি শুরু হয় এই শেয়ারের। টিভিএস মোটরসের মার্কেট ক্যাপিটালাইজেশন ১ লক্ষ ১৪ হাজার ৮৬২ কোটি টাকা। সংস্থার শেয়ার প্রতি আয় ৪১.৫৬ টাকা। আর এর কারণে সংস্থার পিই রেশিও হয়ে যায় ৫৮.১৭, যা এই সেক্টরের গড় পিই-র তুলনায় প্রায় ৩ গুণ। উল্লেখ্য, শেষ ত্রৈমাসিকে সংস্থার রেভেনিউ সামান্য কমেছে। যদিও বেড়েছে সংস্থার লাভের অঙ্ক।
অন্যদিকে, REC লিমিটেড বা রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেডের শেয়ারের আজ বাজার খোলার পর ৪৩৯ টাকা ২৫ পয়সায় বিকিকিনি শুরু হয়। সংস্থা আজ শেয়ার প্রতি ৩ টাকা ৬০ পয়সা ডিভিডেন্ড দেবে। ভারত সরকারের অধীনস্ত এই সংস্থার মার্কেট ক্যাপিটালাইজেশন ১ লক্ষ ১৬ হাজার ৫৩৩ টাকা। সংস্থার শেয়ার প্রতি আয় ৫৯.৪৫ টাকা। আর এর ফলে সংস্থার পিই রেশিও হয়ে যায় ৭.৪৪ যা এই সেক্টরের পিই রেশিওর তুলনায় অনেক কম। উল্লেখ্য, তৃতীয় ত্রৈমাসিকে এই সংস্থার রেভেনিউ ও লাভ দুইই বেড়েছে সামান্য।
অন্যদিকে আজ বোনাস দেওয়ার ঘোষণা করেছে বিটা ড্রাগস। ২০টি শেয়ার থাকলে আরও ১টি করে বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা করেছে এই সংস্থা। ২৬ মার্চ দিনের শুরুতে ১ হাজার ৯৩৫ টাকায় বিকিকিনি শুরু হয় বিটা ড্রাগসের শেয়ারের। উল্লেখ্য, তৃতীয় ত্রৈমাসিকে বেশ খানিকটা করে বেড়েছে সংস্থার আয় ও লাভের অঙ্ক।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





