Pension: অবসরকালে মাসে ৩০ হাজারের বেশি পেনশন চান? বিনিয়োগ করতে হবে ৩ লক্ষ টাকা
Pension: ধরুন আপনার বয়স ২০-২৫ বছরের মধ্যে এবং আপনি পরবর্তী ২০ বছরের জন্য অর্থাৎ ৪০-৪৫ বছর বয়স পর্যন্ত বিনিয়োগ করবেন। আপনি যদি মিউচুয়াল ফান্ড থেকে গড়ে ১৫ শতাংশ রিটার্ন পান, তাহলে পরবর্তী ২০ বছরে আপনি প্রায় ৪৯ লক্ষেরও বেশি আয় করে ফেলবেন।
কলকাতা: বাড়তি আয়ের আশা বর্তমানে দেশের একটা বড় অংশের মানুষ ব্যাঙ্কের বদলে অন্যত্র বিনিয়োগের দিকে ঝুঁকছেন। পোস্ট অফিস থেকে শেয়ার মার্কেট, নানাবিধ পেনশন তহবিলে বাড়ছে বিনিয়োগের ঝোঁক। তবে প্রতি ক্ষেত্রেই রিটার্ন পরিমাণ ভিন্ন ভিন্ন। আপনি যদি শেয়ার বাজারের কথা বলেন, তবে নিশ্চিত রিটার্ন যে সর্বদা পাবেন এমনটা নয়। লোকসানও হতে পারে। আবার অনেক সময় ২০০ থেকে ১ হাজার শতাংশ পর্যন্ত লাভ দিয়েছে বহু স্টক। সোজা কথায় স্টকের উপর বাজি ধরে আয়ের পূর্বাভাস দেওয়া এত সহজ নয়। আপনি এটিকে নির্দিষ্ট আয় হিসাবে দেখতে পারবেন না। কিন্তু আজকাল মানুষ পরোক্ষভাবে শেয়ার বাজারের সঙ্গে যুক্ত তহবিলকে নির্দিষ্ট আয় হিসেবে দেখতে শুরু করেছেন। কিন্তু, হাতে যদি থাকে ৩ লক্ষ টাকা তাহলে তা বিনিয়োগ করে অবসরকালীন সময়ে পেতে পারেন বড় লাভ। একটা সময়ের পর মাসিক যা রিটার্ন পাবেন তা কার্যত আপনার পেনশনের থেকেও বেশি হতে পারে।
পদ্ধতি কী?
বিশেষজ্ঞরা বলছেন, এই মাসিক পেনশন সেট আপ করতে, আপনাকে আগামী ২০ বছরের জন্য এখনই ৩ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে৷ তবে এর জন্য আপনাকে কোনও পেনশন ফান্ডে বিনিয়োগ করতে হবে না, উল্টে বিনিয়োগ করতে হবে মিউচুয়াল ফান্ডে। এর জন্য শুধু একটু ইতিহাস ঘাঁটাঘাঁটি আর বাজার নিয়ে অল্প একটু পড়াশোনা করে কোনও একটা ভাল ফান্ডে ঢালতে হবে টাকা। আজকের সময়ে, অনেক মিউচুয়াল ফান্ডই সহজেই ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত রিটার্ন দেয়। কিছু ফান্ড আছে যা প্রতি বছর ৩০-৪০ শতাংশ পর্যন্ত রিটার্ন দেয়।
ধরুন আপনার বয়স ২০-২৫ বছরের মধ্যে এবং আপনি পরবর্তী ২০ বছরের জন্য অর্থাৎ ৪০-৪৫ বছর বয়স পর্যন্ত বিনিয়োগ করবেন। আপনি যদি মিউচুয়াল ফান্ড থেকে গড়ে ১৫ শতাংশ রিটার্ন পান, তাহলে পরবর্তী ২০ বছরে আপনি প্রায় ৪৯ লক্ষেরও বেশি আয় করে ফেলবেন। এরপর আপনি যখন অবসর নেবেন, তখন এই টাকা তুলে নিন, রেখে দিন ফিক্সড ডিপোজিটে। FD থেকে রিটার্ন ৭ থেকে ৮ শতাংশের মধ্যে থাকে। ধরুন আপনি FD-থেকে 7.5% রিটার্ন পান, তাহলে আপনি প্রতি বছর প্রায় ৪ লক্ষের কাছাকাছি টাকা সুদ পাবেন। প্রতিমাসে যা ৩১ হাজার টাকারও বেশি।