Mutual Fund: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে বছরে লাখ টাকা ঘরে তুলতে চান? মাথায় রাখুন এই টিপসগুলি
Mutual Fund: ভারতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে বছরে হাজার থেকে লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। তবে, এ জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও ধৈর্য ধরা বিশেষভাবে প্রয়োজন।
কলকাতা: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে অবশ্যই শেয়ার বাজার সম্পর্কে অল্প হলেও জ্ঞান থাকা প্রয়োজন। শেয়ার মার্কেটে (Share Market) বিনিয়োগ শুরু করতে গেলে আপনার কাছে রয়েছে তিন উপায়। নিজেই বাজার সম্পর্কে জেনে, পড়াশোনা করে বিনিয়োগ করতে পারেন। পাশাপাশি কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। তৃতীয়ত উপায়েই আসছে মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) প্রসঙ্গ। মিউচুয়াল ফান্ডের মাধ্যমেও আপনি চাইলে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারেন।
আপনি যদি নিজে বিনিয়োগ করেন তাহলে আপনাকে শুধু ব্রোকারেজ ও সরকারি করগুলি দিতে হবে। অন্যদিকে আপনি যদি কোনও এক্সপার্টের পরামর্শ নেন তাহলে তাঁকে তাঁর ফি দিতে হবে। কিন্তু, মিউচুয়াল ফান্ডের টাকা কীভাবে খাটে শেয়ার মার্কেটে? এ ক্ষেত্রে মনে রাখা ভাল, কোনও মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার সমস্ত বিনিয়োগকারীদের টাকা একত্র করে বড় বড় শেয়ার গুলিতে বিনিয়োগ করে থাকে। ভারতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে বছরে হাজার থেকে লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। তবে, এ জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও ধৈর্য ধরা বিশেষভাবে প্রয়োজন।
যা করবেন
প্রথমেই একটি ভাল ফান্ড নির্বাচন করুন।
দীর্ঘমেয়াদে বিনিয়োগ করুন।
বাজারের ওঠাপড়ার দিকে নজর রাখুন। কিন্তু, সহজেই বিনিয়োগ করা অর্থ তুলে নেবেন না।
সাম্প্রতিককালে দেশ এমন বেশ কিছু মিউচুয়াল ফান্ড রয়েছে যা দীর্ঘ মেয়াদে ভাল রিটার্ন দিয়েছে। হাজর থেকে লাখ টাকা পর্যন্ত লাভ করতে পেরেছেন বিনিয়োগকারীরা। তবে মন চাইলে বিনিয়োগ করার আগে অবশ্যই একবার কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন
নজর রাখতে পারেন
HDFC Index Fund Sensex
ICICI Prudential Index Fund Nifty 50
Kotak Standard Nifty ETF
SBI Nifty Index Fund
UTI Nifty Index Fund
বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।