সোশ্যালে কেউ চাকরি খুঁজলে, কেন সবাই লেখেন CFBR? জানুন গোপন কথা
CFBR: যারা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তারা অনেকেই এই টার্মের সঙ্গে পরিচিত। লিঙ্কডইন, ফেসবুকে অনেককেই সিএফবিআর পদ্ধতি অনুসরণ করতে দেখা যাচ্ছে। কেন জানেন? সমস্ত সোশ্যাল মিডিয়াই একটি নির্দিষ্ট অ্যালগরিদম অনুসরণ করে চলে। যে পোস্টে এনগেজমেন্ট যত বেশি, সেই কনটেন্টই বেশি প্রচার পায়।
নয়া দিল্লি: ফেসবুক বা লিঙ্কডইন ব্যবহার করেন? তাহলে নিশ্চয়ই নজরে পড়েছে যে অনেকেই বিভিন্ন পোস্টে কমেন্ট করছেন। রীতিমতো আলোচনার আসর বসে গিয়েছে কমেন্ট সেকশনে। অযথা আলোচনা নয় এটা, এর পিছনে রয়েছে বিশেষ অ্যালগরিদম। এই কমেন্ট করেই সোশ্য়াল মিডিয়ায় রিচ পাচ্ছেন, বাড়ছে সোশ্যাল মিডিয়ায় ভিজিবিলিটি। একে বলে ‘কমেন্ট ফর বেটার রিচ’ বা সিএফবিআর।
যারা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তারা অনেকেই এই টার্মের সঙ্গে পরিচিত। লিঙ্কডইন, ফেসবুকে অনেককেই সিএফবিআর পদ্ধতি অনুসরণ করতে দেখা যাচ্ছে। কেন জানেন? সমস্ত সোশ্যাল মিডিয়াই একটি নির্দিষ্ট অ্যালগরিদম অনুসরণ করে চলে। যে পোস্টে এনগেজমেন্ট যত বেশি, সেই কনটেন্টই বেশি প্রচার পায়। নিজের পোস্টে অর্গানিক বুস্ট আনার জন্য অর্থাৎ ফলোয়ারদের কাছে আপনার পোস্টকে আরও বেশি পৌঁছে দেওয়ার জন্য অনুসরণ করা হয় “কমেন্টিং ফর বেটার রিচ” পদ্ধতি।
কীভাবে কাজ করে “কমেন্টিং ফর বেটার রিচ”?
সহজ কথায় বলতে গেলে যখন আপনি অন্য কারোর পোস্টে কমেন্ট করেন, তখন সেই পোস্ট আপনার ফলোয়ার্সদের ফিডেও চলে আসে। ধরুন আপনি কোনও অভিনেতার পোস্টে গিয়ে কমেন্ট করলেন। আপনার প্রোফাইলে যারা রয়েছেন, তাদের ফিডে ওই অভিনেতার পোস্ট ও আপনার কমেন্ট চলে আসার সম্ভাবনা প্রবল।
কেন সিএফবিআর ব্যবহার করা হয়?
চাকরির সন্ধানের ওয়েবসাইট লিঙ্কডইন-এ কমেন্ট করে ওই পোস্টে এনগেজমেন্ট বাড়ানো যায়। লিঙ্কডইনে আপনার প্রভাবও বৃদ্ধি করে সিএফবিআর।
কমেন্ট ফর বেটার রিচ যদি আপনি ভালভাবে ব্য়বহার করতে পারেন, তবে আপনি পেশাগত নেটওয়ার্ককে আরও মজবুত করতে পারবেন।
বর্তমানে শুধুমাত্র পোস্ট করলেই রিচ পাওয়া যায় না, নিজের অনলাইন উপস্থিতি বাড়ানোর জন্য আপনাকে সক্রিয় আলোচনায় অংশ নিতে হয়।
কমেন্টে কী লিখবেন?
- রিচ পাওয়ার জন্য শুধু কমেন্ট করলেই হবে না। সেই কমেন্ট হতে হবে স্পষ্ট, সংক্ষিপ্ত ও পোস্টের সঙ্গে প্রাসঙ্গিক।
- অল্প শব্দেই তথ্যবহ হতে হবে কমেন্ট।
- ব্যক্তিগত মত বা ঠাট্টা-মশকরা না করার শ্রেয়।