Foreign Money: বিদেশ থেকে টাকা পাঠায় সন্তান? জানেন ওই ‘বিদেশি’ টাকার উপর কর বসানোর নিয়মটা কী
Foreign Money: বলে রাখা প্রয়োজন, একটি সাধারণ অ্যাকাউন্টের টাকা রাখা যেতেই পারে। বিদেশ থেকে আপনার অ্যাকাউন্টে যদি কোনও টাকা আত্মীয়রা পাঠান, তাহলে তা বৈধ। অনেকের বৃদ্ধ বাবা-মা ভারতে থাকেন এবং তাঁদের সন্তানেরা বিদেশে থাকে। তাঁরা ভারতীয় অ্যাকাউন্টে টাকা পাঠান।
নয়া দিল্লি: ভারত বিশ্বের এমন দেশ যেখানে বিদেশ থেকে সবচেয়ে বেশি টাকা আসে। এর অর্থ হল, বিদেশে থাকাকালীন যাঁরা চাকরি বা ব্যবসা থেকে অর্থ উপার্জন করে দেশে টাকা পাঠায়, তাদের তালিকায় ভারতীয়রা শীর্ষে রয়েছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (IOM), সম্প্রতি ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট পেশ করেছে। সেখানে বলা হয়েছে যে বিদেশে বসবাসকারী ভারতীয়রা ২০২২ সালে ভারতে ১১১ বিলিয়ন ডলার পাঠিয়েছে, ভারতীয় মুদ্রায় যা হল প্রায় ৯ লক্ষ ২২ হাজার কোটি টাকা।
এখন প্রশ্ন হল, এত টাকা যখন ভারতে আসছে, তখন সরকার তার ওপরও কর আদায় করবে।
সরকারি নিয়মটা কী?
বলে রাখা প্রয়োজন, একটি সাধারণ অ্যাকাউন্টের টাকা রাখা যেতেই পারে। বিদেশ থেকে আপনার অ্যাকাউন্টে যদি কোনও টাকা আত্মীয়রা পাঠান, তাহলে তা বৈধ। অনেকের বৃদ্ধ বাবা-মা ভারতে থাকেন এবং তাঁদের সন্তানেরা বিদেশে থাকে। তাঁরা ভারতীয় অ্যাকাউন্টে টাকা পাঠান। এই ক্ষেত্রে কোনও টাকার ওপর কোনও ট্যাক্স লাগে না। এটাই নিয়ম। সেই টাকা যদি কোথাও বিনিয়োগে না করা হয়, তাহলে কোনও ট্যাক্স লাগবে না।
বিদেশ থেকে আসা টাকা বিনিয়োগ করে আয় করলে, তার ওপর ট্যাক্স লাগবে। যার অ্যাকাউন্টে টাকা আসবে তাঁকেই এই ট্যাক্স দিতে হবে।
এদিকে, FEMA-এর নিয়মগুলিও জানা গুরুত্বপূর্ণ। ভারতে একটি অ্যাকাউন্টে বিদেশ থেকে যে টাকা আসে তাকে ‘ইনওয়ার্ড রেমিট্যান্স’ বলে। এই ধরনের অর্থ লেনদেনের ক্ষেত্রে ভারতে একটি বিশেষ আইন আছে, যাকে বলা হয় ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা। ফেমা-র নিয়মে বলা হয়েছে, যদি কারও দৈনন্দিন খরচের জন্য বিদেশ থেকে টাকা ভারতে আসে, তাহলে তার ওপর কোনও ট্যাক্স লাগবে না। অর্থাৎ ছেলে বা মেয়ে যদি তার বাবা-মায়ের আর্থিক প্রয়োজনে বিদেশ থেকে টাকা পাঠায়, তাহলে তার ওপর কোনও কর আরোপ করা হবে না।
শুধু তাই নয়, উপহার, শিক্ষা, চিকিৎসার খরচ, যাতায়াতের খরচ ও অনুদানের জন্য বিদেশ থেকে টাকা এলে তার ওপর কোনও কর বসে না।
FEMA-য় বলা আছে, এও জানিয়েছে যে পরিবারের কোন সদস্যরা করে ছাড় পেতে পারেন। বিদেশ থেকে অর্থ প্রেরণকারী ব্যক্তির প্রজন্মের কোনও সদস্য অর্থাৎ র স্ত্রী বা স্বামী, ভাই বা বোন, পত্নীর ভাই বা বোন, প্রেরকের বাবা, মা, ভাই বা বোন করের আওতায় আসবে না। এইসব সম্পর্কের বাইরের কোনও সদস্য বিদেশ থেকে টাকা পেলে তাকে কর দিতে হবে। প্রতি বছর ৫০,০০০-এর বেশি টাকা এলে তবেই তা করের আওতায় আসবে।