PAN Card Update: PAN Card-এ নাম বা জন্মতারিখ ভুল রয়েছে? কীভাবে পরিবর্তন করবেন, ধাপে ধাপে জেনে নিন
PAN Card Update: যেহেতু প্যান কার্ড এতটাই গুরুত্বপূর্ণ, তাই প্য়ান কার্ডে থাকা সামান্য ভুলও আপনার জন্য বড় সমস্যা হতে দাঁড়াতে পারে।
নয়া দিল্লি: বর্তমানে সকলের কাছেই প্যান কার্ড (PAN Card) থাকা বাধ্যতামূলক। সরকারি, বেসরকারি- সমস্ত ক্ষেত্রেই প্য়ান কার্ডের প্রয়োজন পড়ে। ব্য়াঙ্কের কাজ থেকে শুরু করে পাসপোর্ট তৈরি, সমস্ত ক্ষেত্রেই প্যান কার্ডের প্রয়োজন পড়ে। যেহেতু প্যান কার্ড এতটাই গুরুত্বপূর্ণ, তাই প্য়ান কার্ডে থাকা সামান্য ভুলও আপনার জন্য বড় সমস্যা হতে দাঁড়াতে পারে। তবে চিন্তার কারণ নেই। বাড়িতে বসেই এবার ঠিক করে নেওয়া যাবে। কীভাবে ধাপে ধাপে এই কাজ করবেন, তার সহজ পদ্ধতি জেনে নিন-
- প্রথমেই আপনাকে প্যান কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এবার ওয়েবসাইটে “পরিবর্তন বা সংশোধন” (Changes or Correction) অপশনে যান।
- এরপরে প্য়ান কার্ড সংশোধন বা প্যান কার্ড রিপ্রিন্ট অপশনে ক্লিক করুন।
- এবার আপনাকে নিজের রেজিস্টার করা ইমেইল আইডি ও মোবাইল নম্বর দিতে হবে। পরিচয় প্রমাণ করতে আধার কার্ড বা পাসপোর্টের তথ্য দিতে হবেয
- এবার পেমেন্ট অপশনে যান।
- টাকা দেওয়ার জন্য ক্রে়ডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআই অপশন বেছে নিতে হবে।
- টাকা পেমেন্ট হয়ে গেলে একটি ফর্ম আসবে, সেই ফর্মে আপনি প্যান কার্ডে কী পরিবর্তন করতে চান, সেই তথ্য পূরণ করুন।
- এবার সাবমিট করলেই আপনার প্য়ান কার্ডে ভুল সংশোধন হয়ে যাবে।