অন্যান্য ভাষার মানুষও উপভোগ করবেন আপনার ভিডিয়ো, YouTube দিচ্ছে আয় বাড়ানোর দারুণ সুযোগ
YouTube: এতদিন পর্যন্ত ইউটিউবাররা তাদের ভিডিয়ো অন্যান্য ভাষায় ডাব করার জন্য কোনও থার্ড পার্টি অ্যাপ বা প্ল্যাটফর্মের উপর নির্ভর করতেন। এই নতুন ফিচারটি চালু হওয়ায় ডাবিং-এর কাজ অনেক সহজ হয়ে যাবে।
![অন্যান্য ভাষার মানুষও উপভোগ করবেন আপনার ভিডিয়ো, YouTube দিচ্ছে আয় বাড়ানোর দারুণ সুযোগ অন্যান্য ভাষার মানুষও উপভোগ করবেন আপনার ভিডিয়ো, YouTube দিচ্ছে আয় বাড়ানোর দারুণ সুযোগ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/06/Youtube.jpg?w=1280)
নয়া দিল্লি: ইউটিউবার হিসেবে রোজগার করার সুযোগ আরও বাড়ল। আপনারা যারা কম ভিউয়ের কারণে ইউটিউবে ভিডিয়ো আপলোড করে কীভাবে রোজগার করবেন বলে চিন্তিত, তাদের জন্য একটি নতুন ফিচার বা বৈশিষ্ট যোগ করল ইউটিউব। যার জোরে যে কোনও ইউটিউবারের আপলোড করা ভিডিয়ো, শুধু তার নিজের ভাষার দর্শকরাই নন, অন্যান্য ভাষাভাষীর মানুষও উপভোগ করতে পারবেন। কাজেই ভিউ এবং আয় দুই অনেক গুণে বাড়তে পারে। কী সেই বৈশিষ্ট? আসুন জেনে নেওয়া যাক –
ভিডকন ২০২৩ (VidCon 2023)-এ অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম,ইউটিউব (YouTube) জানিয়েছে, তারা এখন থেকে গুগল-এর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ডাবিং টুল ‘অ্যালাউড’ (Aloud) ব্যবহার করবে। এই টুলের মাধ্যমে বিভিন্ন ভাষায় ভিডিয়ো ডাব করা যায়। গত গুগল এই টুলটি বাজারে এনেছিল। যে ভিডিয়োটি ডাব করতে চাওয়া হয়, অ্যালাউড প্রথমে তার একটি প্রতিলিপি তৈরি করে। তারপর, সেটি অন্য ভাষায় ডাব করে সেই ভিডিয়োটির একটি নতুন সংস্করণ তৈরি করে। এরপর, ট্রান্সক্রিপশনটি শুনে সেটি এডিটও করা যায়।
এতদিন পর্যন্ত ইউটিউবাররা তাদের ভিডিয়ো অন্যান্য ভাষায় ডাব করার জন্য কোনও থার্ড পার্টি অ্যাপ বা প্ল্যাটফর্মের উপর নির্ভর করতেন। এই নতুন ফিচারটি চালু হওয়ায় ডাবিং-এর কাজ অনেক সহজ হয়ে যাবে। তবে, অ্যালাউড অ্যাপে এখনও পর্যন্ত শুধুমাত্র ইংরেজি, পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষায় ভিডিয়ো ডাব করা যায়। আগামীদিনে হিন্দি এবং অন্যান্য ভাষাও এই অ্যাপে যোগ করা হবে বলে জানিয়েছে গুগল। ইউটিউব ক্রিয়েটর প্রোডাক্টের ভাইস প্রেসিডেন্ট আমজাদ হানিফ জানিয়েছেন, কয়েকশো ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরকে তাঁরা এই টুলটি ব্যবহার করতে দিয়েছিলেন। তাঁরা অত্যন্ত পছন্দ করেছেন এটি। শিগগিরই সকলেই এই ফিচার ব্যবহার করতে পারবে।
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)
![দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা? দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-5-Indian-cricketers-who-scored-most-runs-in-ICC-Champions-Trophy.jpg?w=670&ar=16:9)
![ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/BSNL.jpg?w=670&ar=16:9)
![জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন... জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Premananda-Maharaj-ji-told-how-to-choose-a-good-and-desired-life-partner-for-marriage.jpg?w=670&ar=16:9)