Study Abroad: বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন? এই পাঁচ দেশ হতে পারে আপনার গন্তব্য

যে দেশের পড়াশোনা করতে যাবেন বলে ভাবছেন সেই দেশের সংস্কৃতি, থাকার খরচ, শিক্ষার মান সব কিছুই যাচাই করে নেওয়া উচিত। এই প্রতিবেদনে আমরা তুলে ধরছি এ রকমই পাঁচ দেশের নাম।

Study Abroad: বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন? এই পাঁচ দেশ হতে পারে আপনার গন্তব্য
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 23, 2023 | 7:30 AM

নয়াদিল্লি: অনেকেরই স্বপ্ন থাকে বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা করার। কোনও বিষয়ে বিশদ পড়াশোনা বা গবেষণার জন্য অনেকেই বিদেশে যেতে চান। কিন্তু যাব বললেই তো হয় না। যে দেশের পড়াশোনা করতে যাবেন বলে ভাবছেন সেই দেশের সংস্কৃতি, থাকার খরচ, শিক্ষার মান সব কিছুই যাচাই করে নেওয়া উচিত। এই প্রতিবেদনে আমরা তুলে ধরছি এ রকমই পাঁচ দেশের নাম। যে সব দেশে ভারত থেকে পড়তে যাওয়া সবথেকে ভাল।

অস্ট্রেলিয়া- বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে পছন্দের তালিকায় শুরুতেই থাকবে অস্ট্রেলিয়া। এই দেশের ক্যানবেরা, মেলবোর্ন, সিডনি, ব্রিসবেন, অ্যাডিলেড, পার্থের মতো শহরে রয়েছে বিশ্বের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান। সেই সঙ্গে অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়ার ভিসা পাওয়া অনেকটাই সহজ। পাশাপাশি এই দেশে পড়াশোনার সঙ্গে পার্ট টাইমে কাজের সুযোগও থাকে। আন্তর্জাতিক ছাত্ররা সপ্তাহে ২০ ঘণ্টা কাজের সুবিধা পান। তাই পড়াশোনার পাশাপাশি রোজগারের সুযোগও রয়েছে।

কানাডা- বিদেশে পড়তে যাওয়ার জন্য জনপ্রিয় গন্তব্য হয়ে উঠছে কানাডা। আন্তর্জাতিক পড়ুয়াদের জন্য সহজ অভিবাসন নীতি এর বড় কারণ। সেই সঙ্গে সেখানকার বিশ্ববিদ্যালয়গুলিতে গবেষণার সুযোগ পাওয়া যায় অনেক বেশি। একটি সমীক্ষা জানাচ্ছে, প্রতি ৫ জন পড়ুয়ার মধ্যে ৪৫ জনই কানাডায় পড়তে যেতে আগ্রহী।

ব্রিটেন- কয়েক দশক আগে বিদেশে পড়তে যাওয়া মানে লোকে বুঝত বিলেতে পড়তে যাওয়া। বিশ্বের বিখ্যাত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই দেশে। পড়াশোনার পাশাপাশি আন্তর্জাতিক ছাত্রদের জন্য কাজের সুযোগ এই দেশে। সেই সঙ্গে শিক্ষার গুণগত মানে অনেক এগিয়ে ইংরেজদের দেশ।

আয়ারল্যান্ড- আন্তর্জাতিক পড়ুয়াদের অন্যতম আকর্ষণের কেন্দ্র আয়ারল্যান্ড। অনেকে এই দেশের শীর্ষ সারির শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষালাভ করতে চান। পাশাপাশি অনেক সুযোগ সুবিধাও মেলে এই দেশে।

আমেরিকা- বিদেশে পড়তে যাওয়ার নিরিখে আমেরিকার নামও রয়েছে তালিকায়। মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে বিভিন্ন বিষয়ে শিক্ষালাভের সুযোগও বেশি। তবে ভিসা নিয়ে সম্প্রতি কড়াকড়িতে কিছুটা হলেও সমস্যায় পড়ছেন আন্তর্জাতিক পড়ুয়ারা।