IBPS Recruitment 2023: বাড়ানো হল আবেদনের শেষ তারিখ, IBPS-এ ৮ হাজারেরও বেশি শূন্যপদে এইভাবে আবেদন পাঠান

IBPS Recruitment 2023: অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্য়মে এই শূন্য়পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। আগামী অগস্ট বা সেপ্টেম্বর মাসে এই পরীক্ষা হতে পারে। ইন্টারভিউ হবে চলতি বছরের নভেম্বর মাসে।

IBPS Recruitment 2023: বাড়ানো হল আবেদনের শেষ তারিখ, IBPS-এ ৮ হাজারেরও বেশি শূন্যপদে এইভাবে আবেদন পাঠান
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jun 23, 2023 | 8:00 AM

নয়া দিল্লি: দীর্ঘদিন ধরে যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য রয়েছে সুখবর। ইন্সটিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন বা আইবিপিএসের (IBPS) তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। মোট ৮ হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। স্কেল ১, ২, ৩ এবং অফিস অ্যাসিস্টেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতিই মণিপুরে হিংসা ও অন্যান্য রাজ্যে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ বাড়ানো হয়েছে। আগামী ২৮ জুন অবধি এই শূন্য়পদে আবেদন করা যাবে। আগ্রহী আবেদনকারীরা অনলাইনে আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইট ibps.in- এ গিয়ে আবেদন জানাতে পারেন।

আইবিপিএসের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ৮ হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, তা মণিপুরে হিংসা ও অন্য়ান্য রাজ্য়ের প্রাকৃতিক বিপর্যয় পরিস্থিতি মাথায় রেখে এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ বাড়ানো হয়েছে।

নিয়োগ প্রক্রিয়া-

অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্য়মে এই শূন্য়পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। আগামী অগস্ট বা সেপ্টেম্বর মাসে এই পরীক্ষা হতে পারে। ইন্টারভিউ হবে চলতি বছরের নভেম্বর মাসে।

শিক্ষাগত যোগ্যতা-

এই শূন্যপদে আবেদনের জন্য় আবেদনকারীদের সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতক হতে হবে।

আবেদন ফি-

এই শূন্যপদে আবেদনের জন্য় ৮৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষমদের মাত্র ১৭৫ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

কীভাবে আবেদন করবেন?

প্রথমেই আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইট ibps.in- এ যেতে হবে।

এরপরে আইবিপিএস আরআরবি রিক্রুটমেন্ট ২০২৩ লিঙ্কে ক্লিক করতে হবে।

এবার নিজের নাম রেজিস্টার করতে হবে।

রেজিস্টার হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

এবার অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদন পত্র জমা হয়ে গেলে, তার একটি হার্ড কপি নিজের কাছে রাখুন।