India Post Recruitment : স্নাতক হলেই মিলবে সরকারি চাকরি, লোভনীয় বেতনে ৫০০-র বেশি শূন্য পদে চলছে নিয়োগ

India Post Recruitment : ভারতীয় ডাকবিভাগে ৬৬৫ শূণ্য পদে চলছে নিয়োগ। বেতন ৩০০০০ এরও বেশি। আবেদন করার শেষ তারিখ ২০ মে।

India Post Recruitment : স্নাতক হলেই মিলবে সরকারি চাকরি, লোভনীয় বেতনে ৫০০-র বেশি শূন্য পদে চলছে নিয়োগ
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 14, 2022 | 12:50 PM

করোনা মহামারিতে চাকরি খুইয়েছেন বহু মানুষ। চাকরির বাজারে এমনিতেই মন্দা চলছে। সেখানে প্রতিযোগিতা রয়েছেই। সেখানে চাকরিতে যদি আপনি স্থায়িত্ব খোঁজেন অর্থাৎ সরকারি চাকরির খোঁজে থাকলে এটাই বড় সুযোগ। ভারতীয় ডাক বিভাগে শুরু হয়েছে নিয়োগ। কীভাবে করবেন আবেদন বিস্তারিত জেনে নিন। আবেদন শুরু হয়েছে ১০ মে থেকে।

মোট শূণ্যপদ :

সারা ভারত জুড়ে ৬৬৫ টি শূন্যপদে চলছে নিয়োগ। এগজ়িকিউটিভ পদে নিয়োগ হবে।

কোন রাজ্যে কতগুলি পদ :

অন্ধ্র প্রদেশ – ৩৪ আসাম – ২৫ বিহার – ৭৬ ছত্তিশগড় – ২০ দিল্লি – ৪ গুজরাট – ৩১ হরিয়ানা – ১২ হিমাচল প্রদেশ – ৯ জম্মু ও কাশ্মীর ৫ ঝাড়খণ্ড – ৮ কর্নাটক – ৪২ কেরালা – ৭ মধ্যপ্রদেশ – ৩২ মহারাষ্ট্র – ৭১ ওড়িশা – ২০ পাঞ্জাব – ১৮ রাজস্থান – ৩৫ তামিলনাড়ু – ৪৫ তেলেঙ্গানা – ২১ উত্তর প্রদেশ – ৮৪ উত্তরাখণ্ড – ৩ পশ্চিমবঙ্গ- ৩৩

উত্তর-পূর্ব সার্কেলে ১৫ টি শূন্যপদ রাজ্য অনুসারে বিভক্ত করা হয়েছে :

মেঘালয়- ২ ত্রিপুরা- ৩ মিজোরাম- ১ মণিপুর- ৪ নাগাল্যান্ড- ৩ অরুণাচল প্রদেশ – ২

শিক্ষাগত যোগ্যতা :

স্বীকৃত একটি বিশ্ববিদ্যাল বা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। জিডিএস হিসেবে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা :

এই চাকরির ক্ষেত্রে আবেদন করতে হলে প্রার্থীর বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের সংরক্ষণ অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

আবেদনের খরচ :

সব ক্যাটাগরির প্রার্থীর জন্য – ৭০০ টাকা

মহিলা/রূপান্তরকামী/তফশিলি জাতি ও জনজাতি/বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য কোনও ফি লাগবে না

নির্বাচনের পদ্ধতি :

আবেদনপত্র যাচাইয়ের পর একটি অনলাইন পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।

বেতন :

প্রতি মাসে ৩০ হাজার টাকা

আবেদনের শেষ তারিখ :

২০ মে, ২০২২

https://www.ippbonline.com এখানে আবেদন করুন।