Elon Musk: ৮০ ঘণ্টা করতে হবে কাজ, ওয়ার্ক ফ্রম হোম নিয়েও হুঁশিয়ারি মাস্কের

twitter: করোনা অতিমারির সময় থেকে বিভিন্ন সংস্থা পরিস্থিতি অনুযায়ী কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের (বাড়ি থেকে কাজ) সুবিধা দিয়েছিল।

Elon Musk: ৮০ ঘণ্টা করতে হবে কাজ, ওয়ার্ক ফ্রম হোম নিয়েও হুঁশিয়ারি মাস্কের
গ্রাফিক্স: টিভি৯ বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2022 | 2:00 PM

ক্যালিফর্নিয়া: টেসলার সিইও ইলন মাস্কের (Elon Musk) হাতে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম (Social Media Platform) টুইটারের মালিকানা যাওয়ার পর থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার পর নিন্দার ঝড় উঠছে। এক ঝটকায় সংস্থার শীর্ষ আধিকারিক থেকে কর্মীদের ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন ইলন। এক ধাক্কায় চাকরি গিয়েছে অনেকের। এই অবস্থা মালিক হিসেবে বুধবার প্রথমবারের জন্য সংস্থার কর্মীদের ইমেল পাঠালেন ইলন মাস্ক। ইমেলে টুইটারের দেউলিয়ার হওয়ার আশঙ্কা প্রকাশ করে কর্মীদের আরও বেশি করে রাজস্ব আদায়ের দিকে নজর দিতে বলেছেন ইলন।

টুইটার যখন সেখানকার অর্ধেক কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে, তখন ইলনের এই ইমেল সেখানে কর্মরতদের উদ্বেগ ও আশঙ্কা আরও বাড়িয়েছে। কর্মীদের পাঠানো ইমেলে মাস্ক জানিয়েছেন, সামনে কঠিন সময় আসতে পারে, তাই তারা যেন সবরকমভাবে প্রস্তুত থাকে। কর্মীদের পাঠানো ইমেলে ইলন মাস্ক জানিয়েছেন, এখন থেকে টুইটার কর্মীদের সপ্তাহে ৮০ ঘণ্টা কাজ করতে হবে।

করোনা অতিমারির সময় থেকে বিভিন্ন সংস্থা পরিস্থিতি অনুযায়ী কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের (বাড়ি থেকে কাজ) সুবিধা দিয়েছিল। এদিনের মেলে টুইটার কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম সম্পূর্ণভাবে তুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন ইলন। বিভিন্ন সংস্থা ওয়ার্ক ফ্রম হোম তুলে দেওয়ার পর কর্মীদের অফিসে ফেরার ক্ষেত্রে অনীহা দেখা দিয়েছিল, এমনকী অনেকেই সংস্থা থেকে ইস্তফা দেওয়ার পথও বেছে নিয়েছিলেন। টুইটারে এমন পরিস্থিতি তৈরি হওয়ার আগে কর্মীদের রীতিমতো হুঁশিয়ারির সুরে ইলন লিখেছেন, “আপনার যদি অফিসে ফিরে আসতে না, চান তবে আপনাদের ইস্তফাপত্র আমি গ্রহণ করছি।” টুইটারের অফিসে কর্মীদের বিনামূল্যে খাবার দেওয়ার নিয়ম ছিল, তাও বন্ধ করে দেওয়া হবে বলেই জানা গিয়েছে।

সংস্থা ভবিষ্যত ও উন্নতির কথা বলতে গিয়ে মাস্ক বলেন, “আমাদের সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে।” সংস্থা সম্পর্কে ওয়াকিবহাল একটি সূত্র জানিয়েছে, বিজ্ঞাপন থেকে মূলত টুইটারের আয় হত কিন্তু সেই আয় কমে গিয়েছে। তাই বিকল্প আয় বাড়ানো নিয়ে বিভিন্ন পরিকল্পনা করছে টুইটার। টুইটার অ্যাকাউন্টে ব্লু টিকের জন্য টাকা চার্জ করাও আয় বাড়ানোর অন্যতম অঙ্গ। ইলনের অধিগ্রহণের পর আগামী দিনে টুইটার কোন দিকে যায়, সেটাই এখন দেখার।