SAI Recruitment 2022: হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রি রয়েছে?কেন্দ্রীয় সরকারের এই দফতরে করতে পারেন আবেদন

SAI Recruitment 2022: স্পোর্টস অথারিটি অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ক্য়াটেরিং ম্যানেজার পদে নিয়োগ করা হবে। অনলাইনে ইমেইলের মাধ্যমে আবেদন পাঠানো যাবে। নির্বাচিত প্রার্থীর পোস্টিং হবে ওড়িশায়।   

SAI Recruitment 2022: হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রি রয়েছে?কেন্দ্রীয় সরকারের এই দফতরে করতে পারেন আবেদন
স্পোর্টস অথারিটি অব ইন্ডিয়া।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 12, 2022 | 7:00 AM

নয়া দিল্লি: করোনা পরবর্তীকালে চাকরির বাজারে মন্দা দেখা গেলেও, ধীরে ধীরে তৈরি হচ্ছে কর্মসংস্থানের নানা সুযোগ। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ শুরু হয়েছে। এবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্পোর্টস অথারিটি অব ইন্ডিয়া। কেন্দ্রীয় ক্রীড়া সংস্থার তরফে জানানো হল ক্যাটেরিং ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২৬ নভেম্বর অবধি এই শূন্যপদে আবেদন করা যাবে। আগ্রহী আবেদনকারীরা স্পোর্টস অথারিটি অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট- sportsauthorityofindia.nic.in -এ ক্লিক করতে পারেন।

স্পোর্টস অথারিটি অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ক্য়াটেরিং ম্যানেজার পদে নিয়োগ করা হবে। অনলাইনে ইমেইলের মাধ্যমে আবেদন পাঠানো যাবে। নির্বাচিত প্রার্থীর পোস্টিং হবে ওড়িশায়।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য-

সংস্থা- স্পোর্টস অথারিটি অব ইন্ডিয়া

পদ- ক্যাটেরিং ম্যানেজার

শূন্যপদ- ১টি

কর্মস্থান- ওড়িশার কটক

আবেদন পদ্ধতি-  অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। স্পোর্টস অথারিটি অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট- sportsauthorityofindia.nic.in – এ গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে।

বেতন- ক্য়াটেরিং ম্য়ানেজার পদে নিয়োগ করা কর্মীদের বেতন ৩০ থেকে ৫০ হাজার টাকা হবে।

শিক্ষাগত যোগ্যতা-

আবেদনকারীকে অবশ্যই সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে হোটেল ম্যানেজমেন্ট বা ক্য়াটেরিং ম্যানেজমেন্টে ডিপ্লোমা বা স্নাতক হতে হবে।

নিয়োগ পদ্ধতি-

ইন্টারভিউয়ের মাধ্য়মে এই শূন্যপদে নিয়োগ করা হবে।

কীভাবে আবেদন করবেন?

প্রথমেই স্পোর্টস অথারিটি অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট – sportsauthorityofindia.nic.in এ লগ ইন করতে হবে।

এবার কেরিয়ার অপশনে ক্লিক করতে হবে।

এবার ক্য়াটেরিং ম্যানেজার পদে আবেদনের জন্য আবেদনপত্রে ক্লিক করতে হবে।

ফর্মপূরণের পর তা rckolkata-sai@nic.in -এ পাঠিয়ে দিতে হবে।