IOCL recruitment: রাজ্যের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ইন্ডিয়ান ওয়েলের, কীভাবে করবেন আবেদন?
লিখিত পরীক্ষা ও নথি যাচাইয়ের মাধ্যমে অ নিয়োগ করা হবে। রাজ্যের ক্ষেত্রে ৪৫টি শূন্যপদ রয়েছে। মেকানিক্যাল, টেকনিক্যাল, ডাটা এন্ট্রি অপারেটর সহ একাধিক পদে নিয়োগ করা হবে
রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (Indian Oil Corporation Limited) বা আইওসিএল। প্রশিক্ষণের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। প্রশিক্ষণের সময় প্রার্থীদের স্টাইপেন্ডও দেওয়া হবে। লিখিত পরীক্ষা ও নথি যাচাইয়ের মাধ্যমে অ নিয়োগ করা হবে। রাজ্যের ক্ষেত্রে ৪৫টি শূন্যপদ রয়েছে। মেকানিক্যাল, টেকনিক্যাল, ডাটা এন্ট্রি অপারেটর সহ একাধিক পদে নিয়োগ করা হবে। আসানসোল, হলদিয়া, দুর্গাপুর, কলকাতা ও বোলপুরে কর্মী নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ ৩১ নভেম্বর। শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ সহ বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক….
বয়স: ১০ নভেম্বর ২০২২ এর হিসেবে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাসের পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস করে থাকতে হবে। টেকনিক্যালের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছরের ডিপ্লোমা বাধ্যতামূলক। অ্যাকাউন্টস ও ফিনান্সের ক্ষেত্রে বাণিজ্য বিভাগে স্নাতক হতে হবে।
আবেদন পদ্ধতি: ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য plapps.indianoil.in ওয়েবসাইটে চলে যেতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের রঙিন ফটো ও সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে।
বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।