IRCTC Recruitment 2022: কর্মী নিয়োগ করবে IRCTC, রেল অধীনস্থ সংস্থা চাকরি পাওয়ার পদ্ধতি জানুন

এর মধ্যেই অভিজ্ঞ রেলওয়ে কর্মীদের জন্য আইআরসিটিসিতে (Indian Railway Catering and Tourism Corporation) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

IRCTC Recruitment 2022: কর্মী নিয়োগ করবে IRCTC, রেল অধীনস্থ সংস্থা চাকরি পাওয়ার পদ্ধতি জানুন
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 12, 2022 | 9:30 AM

নয়া দিল্লি: করোনা পরিস্থিতির পর দেশে বেকার যুবক-যুবতীদের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে একের পর এক সরকারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর মধ্যেই অভিজ্ঞ রেলওয়ে কর্মীদের জন্য আইআরসিটিসিতে (Indian Railway Catering and Tourism Corporation) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এজিএম/ ইনফ্রা পোস্ট পদে নিয়োগ করা হবে। ৯ ডিসেম্বর অবধি আবেদন করা যাবে।

বেতন: ১৫,৬০০ থেকে ৩৯,১০০ টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমা: ৫৫ বছর বয়স অবধি এই পদে আবেদন করা যাবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিতরা বয়সে ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে ভারতীয় রেলের জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেড সিভিল ইঞ্জিনিয়ারিং অফিসার উত্তীর্ণ হতে হবে।

আবেদন পদ্ধতি: প্রার্থীকে ডেপুটেশন ভিত্তিতে বাছাই করার জন্য যথাযথ চ্যানেলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য একটি নির্দিষ্ট ফরম্যাট রয়েছে। কর্পোরেট অফিস / IRCTC, নয়াদিল্লিতে গত 03 বছরের ভিজিল্যান্স ইতিহাস / D & AR ক্লিয়ারেন্স এবং APARS সহ যোগ্য প্রার্থীরা আবেদনযোগ্য। যথাযথভাবে পূরণ করা সংযুক্ত বিন্যাসে আবেদনের একটি স্ক্যান করা অনুলিপি প্রার্থীদের আগে থেকেই deputation@irctc.com-এ ইমেলের মাধ্যমে পাঠাতে হবে।