NMDC Recruitment: ম্যানেজার পদে নিয়োগ কেন্দ্রীয় সংস্থায়, মাসিক বেতন ২ লক্ষের কাছাকাছি
NMDC Recruitment: ন্য়াশনাল মিনেরাল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। ২৫ নভেম্বর অবধি করা যাবে আবেদন।
ন্য়াশনাল মিনেরাল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের (National Mineral Development Corporation Limited) তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একাধিক উচ্চ পদে করা হচ্ছে নিয়োগ। এই নিয়োগের বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থা:
ন্য়াশনাল মিনেরাল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (National Mineral Development Corporation Limited)
পদের নাম:
জুনিয়র ম্যানেজার, অ্য়াসিসট্যান্ট জেনারেল ম্যানেজার পদে করা হচ্ছে নিয়োগ।
মোট শূন্যপদের সংখ্যা:
১১ টি পদে করা হচ্ছে নিয়োগ। এর মধ্যে জয়েন্ট কোম্পানি সেক্রেটারি পদে ১টি , অ্য়াসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (ল) পদে ১ টি, অ্য়াসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (পার্সোনেল) পদে ৩ টি, জুনিয়র ম্যানেজার (কেমিক্যাল) পদে ১ টি, জুনিয়র ম্যানেজার (এনভায়ারনমেন্ট) পদে ৩ টি ও জুনিয়র ম্যানেজার (রাজভাষা) পদে ২ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা:
জয়েন্ট কোম্পানি সেক্রেটারি পদের জন্য প্রার্থীকে স্নাতক ও সিএস ফাইনাল করতে হবে। অ্য়াসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (ল) কে এলএলবি পাস করতে হবে। অ্য়াসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (পার্সোনেল) পদে আবেদনের জন্য স্নাতক করতে হবে। এর পাশাপাশি সোশিয়োলজি/ সোশ্যাল ওয়ার্ক/ লেবার ওয়েলফেয়ার/ পার্সোনেল ম্যানেজমেন্ট/ আইআর/ আইআরপিএম/এইচআর/এইচআরএম এ স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা করতে হবে প্রার্থীদের। পাশাপাশি এমবিএ করা থাকতে হবে। জুনিয়র ম্যানেজার (কেমিক্যাল) পদের জন্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি ও কেমিস্ট্রিতে এম.এসসি করা থাকবে হবে প্রার্থীদের। আর জুনিয়র ম্যানেজার (রাজভাষা) পদে আবেদনের জন্য প্রার্থীকে হিন্দিতে এমএ করতে হবে।
বেতন:
জয়েন্ট কোম্পানি সেক্রেটারি, অ্য়াসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (ল), অ্য়াসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (পার্সোনেল) পদে মাসিক বেতন ১ লক্ষ টাকা থেকে ২ লক্ষ ৬০ হাজার টাকা। আর জুনিয়র ম্যানেজার (কেমিক্যাল), জুনিয়র ম্যানেজার (এনভায়ারনমেন্ট) পদে ও জুনিয়র ম্যানেজার (রাজভাষা) পদে মাস গেলে বেতন মিলবে ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা।
বয়সসীমা:
জয়েন্ট কোম্পানি সেক্রেটারি, অ্য়াসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (ল), অ্য়াসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (পার্সোনেল) পদে প্রার্থীদের বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। জুনিয়র ম্যানেজার (কেমিক্যাল), জুনিয়র ম্যানেজার (এনভায়ারনমেন্ট) পদে ও জুনিয়র ম্যানেজার (রাজভাষা) পদে সর্বোচ্চ বয়স ৩০ বছর। আর সংরক্ষিত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে মিলবে সংরক্ষণ।
আবেদনমূল্য:
SC/ST/PwBD/প্রাক্তন কর্মীদের কোনও আবেদনমূল্য দিতে হবে না। বাকি প্রার্থীদের অনলাইনে ৫০০ টাকা দিতে হবে।
নির্বাচন পদ্ধতি:
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্য়মে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ:
২৫ নভেম্বর অবধি করা যাবে আবেদন।
এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন