Dream 11 Harsh Jain: ‘দেশে ফিরে আসুন, চাকরি তৈরি’, টুইটার, ফেসবুক থেকে ছাঁটাই হওয়া ভারতীয়দের বার্তা প্রযুক্তি সংস্থার CEO-র
Harsh Jain: করোনা বা রাজস্বে ঘাটতির কথা বলে একের পর এক তথ্য প্রযুক্তি সংস্থা চলতি বছরে কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে। সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের মাদার কোম্পানি মেটাও ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে।
নয়া দিল্লি: একের পর এক টেক জায়েন্ট কর্মীদের ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। তালিকায় রয়েছে টুইটার, মেটা, স্পটিফাই মতো একাধিক আন্তর্জাতিক সংস্থার নাম। চাকরি হারানো কর্মীদের এবার সুবর্ণ সুযোগ দিলেন অনলাইন গেমিং অ্যাপ ড্রিম ১১-র সহ প্রতিষ্ঠাতা ও সিইও হর্ষ জৈন। যেসব ভারতীয়দের এসব টেক জায়েন্ট থেকে ছেঁটে ফেলা হয়েছে এবং মার্কিন মুলুকে যারা এইচ১বি ভিসা সংক্রান্ত সমস্যা ভুগছেন তাদের দেশে ফিরে আসার আবেদন জানিয়েছেন হর্ষ। হর্ষের মতে, সেরা সংস্থার ছাঁটাই হওয়া কর্মীরা দেশের প্রযুক্তি সংস্থাগুলির উন্নতি ঘটাতে পারবে।
টুইটে হর্ষ জৈন লেখেন, “আমেরিকায় যে ৫২ হাজারের বেশি কর্মীকে ২০২২ সালে চাকরি থেকে ছেঁটে ফেলা হয়েছে, তাদের মধ্যে থাকা ভারতীয়দের দেশে ফিরে আসার আবেদন জানাচ্ছি। দেশে ফিরে এসে ভারতীয় প্রযুক্তি ক্ষেত্রকে উন্নতির শিখরে পৌঁছে দিতে তাদের সাহায্য প্রয়োজন।” হর্ষ জানিয়েছেন, ড্রিম স্পোর্টস নামে তাঁর সংস্থা সবসময় ‘দারুণ মেধা’-সন্ধানে রয়েছে। যাঁর ডিজাইন, প্রোডাক্ট ও টেকনোলজিতে অভিজ্ঞ তাদের সবসয়ম প্রয়োজন।
করোনা বা রাজস্বে ঘাটতির কথা বলে একের পর এক তথ্য প্রযুক্তি সংস্থা চলতি বছরে কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে। সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের মাদার কোম্পানি মেটাও ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে। টেসলা সিইও ইলন মাস্ক কর্তৃক টুইটার অধিগ্রহণের সংস্থার অর্ধেক কর্মীদের ছেঁটে ফেলা হয়েছে। মাইক্রোসফট, নেটফ্লিক্স, জিলো এবং স্পটিফাইয়ের মতো টেক কোম্পানিগুলিও চলতি বছর কর্মী ছাঁটাইয়ের পথে বেছে নিয়েছেন। নামজাদা এই সংস্থাগুলির কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে রাতারাতি কর্মহীন হয়ে পড়েছেন অনেকে। তালিকায় রয়েছেন অসংখ্য ভারতীয় তথ্য প্রযুক্তি পেশাদাররাও।
যেখানে মার্কিন সংস্থাগুলি রাজস্বে ঘাটতির কথা বলছে সেখানে নিজের ভারতীয় সংস্থার লাভজনক অবস্থান তুলে ধরেছেন হর্ষ। তিনি বলেন, “আমরা ড্রিম স্পোর্টস একটি লাভজনক সংস্থা এবং ৮০০ কোটি মার্কিন ডলারের একটি কোম্পানি। আমাদের প্রায় ১৫০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছেন। এর পাশাপাশি ফ্যান্টাসি স্পোর্টস, এনএফটি, স্পোর্টস ওটিটি, ফিনটেক, স্পোর্টস এক্সপেরিয়েন্স আমাদের ১০টি পোর্টফোলিও কোম্পানিও রয়েছে।”