Recruitment News: উচ্চ মাধ্যমিক পাশ করেই বিমানবন্দরে চাকরি, সারা দেশে ৪৩৬ শূন্যপদ

অ্যাসিট্যান্ট (সিকিউরিটি) পদে মোট ৪৩৬ জনকে নিয়োগ করবে এএআইসিএলএএস। চেন্নাই, কলকাতা, গোয়া, কোঝিকোড়, বারাণসী, শ্রীনগর, ভদোদর, ভাইজ্যাক, তরুপতি, মাদুরাই, ত্রিচি, রায়পুর, রাঁচী, ভুবনেশ্বর, পোর্ট ব্লেয়ার, আগরতলা, গ্বালিয়র, অমৃতসর, লে, দেহরাদুন, পুণে, ইন্দোর এবং সুরাটে পোস্টিং দেওয়া হবে।

Recruitment News: উচ্চ মাধ্যমিক পাশ করেই বিমানবন্দরে চাকরি, সারা দেশে ৪৩৬ শূন্যপদ
প্রতীকী ছবিImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 23, 2023 | 7:15 AM

নয়াদিল্লি: এয়ারপোর্টস অথোরিটি অব ইন্ডিয়া কার্গো লজিস্টিক অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস কোম্পানি লিমিটেড (AAICLAS) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাসিট্যান্ট (সিকিউরিটি) পদে গোটা দেশে মোট ৪৩৬ জনকে নিয়োগ করা হবে। দেশের বিভিন্ন প্রান্তে থাকা বিমানবন্দরে পোস্টিং হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখিত হয়েছে।

অ্যাসিট্যান্ট (সিকিউরিটি) পদে মোট ৪৩৬ জনকে নিয়োগ করবে এএআইসিএলএএস। চেন্নাই, কলকাতা, গোয়া, কোঝিকোড়, বারাণসী, শ্রীনগর, ভদোদর, ভাইজ্যাক, তরুপতি, মাদুরাই, ত্রিচি, রায়পুর, রাঁচী, ভুবনেশ্বর, পোর্ট ব্লেয়ার, আগরতলা, গ্বালিয়র, অমৃতসর, লে, দেহরাদুন, পুণে, ইন্দোর এবং সুরাটে পোস্টিং দেওয়া হবে।

এই পদে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। এসসি, এসটিদের জন্য ৫৫ শতাংশ নম্বর থাকলেই হবে। বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে। ২০ অক্টোবর থেকে এই পদের জন্য অনলাইনে আবেদনগ্রহণ শুরু হয়েছে। তা চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। এই লিঙ্কে ক্লিক করে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি