Power grid Corporation: পাওয়ার গ্রিডে ১৮৪ ট্রেনি ইঞ্জিনিয়ার নিয়োগ, চলছে আবেদন

পাওয়ার গ্রিড কর্পোরেশনের অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে ১৮৪টি পদের মধ্যে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেনি হিসাবে ১২৮ জন, সিভিলে ২৮ জন, ইলেক্ট্রনিক্সে ২ জন এবং কম্পিউটার সায়েন্সে ৬ জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে হলে ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট শাখায় বিটেক বা বিই পাশ করতে হবে। সেই পাঠক্রমে ৬০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।

Power grid Corporation: পাওয়ার গ্রিডে ১৮৪ ট্রেনি ইঞ্জিনিয়ার নিয়োগ, চলছে আবেদন
প্রতীকী ছবিImage Credit source: facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 23, 2023 | 8:30 AM

নয়াদিল্লি: পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (PGCIL) ইঞ্জিনিয়ার ট্রেনি নিয়োগ করবে। ১৮৪ পদে নিয়োগের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাওয়ার গ্রিড কর্পোরেশন। সেখানে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, শূন্যপদের বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পাওয়ার গ্রিড কর্পোরেশনের অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে ১৮৪টি পদের মধ্যে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেনি হিসাবে ১২৮ জন, সিভিলে ২৮ জন, ইলেক্ট্রনিক্সে ২ জন এবং কম্পিউটার সায়েন্সে ৬ জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে হলে ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট শাখায় বিটেক বা বিই পাশ করতে হবে। সেই পাঠক্রমে ৬০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। ২৮ বছর বয়স পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে। ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।

এই পদের জন্য গেট ২০২৩ পরীক্ষায় পাশ করতে হবে। গেট পরীক্ষার নম্বর, গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের বাছাই করা হবে। কবে এই সব পরীক্ষার ধাপ হবে, তা আবেদনকারীদের পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। পাওয়ার গ্রিড অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অললাইনে আবেদন করতে হবে। ২০ অক্টোবর থেকে অনলাইনে আবেদনগ্রহণ শুরু হয়েছে। এবং তা চলবে ১০ নভেম্বর পর্যন্ত। এই লিঙ্কে ক্লিক করে দেখুন এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি