CDAC Recruitment 2022 : রাজ্যেই এবার কেন্দ্রীয় সংস্থায় কাজের বড় সুযোগ! বেতন মাসে ২ লক্ষ টাকা!
CDAC Recruitment 2022 : রাজ্যে CDAC তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিয়োগে মাস গেলে বেতন মিলবে তিন লক্ষের কাছাকা
চাকরির জন্য শহরে ছেড়ে বাইরের রাজ্যে যাওয়া এখন জলভাত হয়ে গিয়েছে। তবে এবার রাজ্যে কেন্দ্রীয় সংস্থায় কর্মসংস্থানের দরজা খুলে গেল। সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং (CDAC)-এ এক্সিকিউটিভ ডিরেক্টর পদে রাজ্যে নিয়োগ চলছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থা :
সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং (Centre for Development of Advanced Computing)
পদের নাম :
এক্সিকিউটিভ ডিরেক্টর (Executive Director)
শূন্যপদের সংখ্যা :
৩ টি পদে নিয়োগ করা হচ্ছে।
নিয়োগস্থল :
কেরলের তিরুবনন্তপুরম, পঞ্জাবের মোহালি ও পশ্চিমবঙ্গের কলকাতার জন্য নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা :
CDAC-র তরফে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীকে BE/ B.Tech, স্নাতক, স্নাতকোত্তর ও কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স / তথ্যপ্রযুক্তি/ ইলেকট্রনিক্স / কমিউনিকেশনস / ইলেক্ট্রিকাল/ টেলিকমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেশন পিএইচডি করতে হবে।
বয়সসীমা :
১৬ অগস্ট অনুযায়ী আবেদনকারীর বয়স সর্বোচ্চ বয়স ৫৮ বছর হতে হবে।
আবেদন মূল্য :
এই পদে আবেদনের জন্য কোনও ফি লাগবে না।
নির্বাচন পদ্ধতি :
ইন্টারভিউয়ের মাধ্য়মেই চূড়ান্ত প্রার্থী বাছাই হবে।
আবেদন পদ্ধতি :
অনলাইনেই করা যাবে আবেদন।
আবেদনের শেষ তারিখ :
১৬ অগস্ট অবধি করা যাবে আবেদন।
বেতন :
প্রতি মাসে বেতন ১,৪৪,২০০ থেকে ২,১৮,২০০ টাকা।
সরকারি বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন
আবেদন করতে ক্লিক করুন