Central Rail Recruit: রেলের মধ্য জোনে ১৩৫ জন সিনিয়র, জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ, চলছে আবেদন
এই নিয়োগের জন্য অফলাইনে আবেদন করতে হবে সেন্ট্রাল রেলওয়েতে। আবেদনকারীদের মধ্যে যাঁরা যোগ্যতার মাপকাঠি পূরণ করবেন তাঁদের বসতে হবে লিখিত পরীক্ষায়। এই লিখিত পরীক্ষায় টেকনিক্যাল জ্ঞান যাচাই করে দেখা হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউয়ের জন্য ডাক আসবে।
মুম্বই: সিনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট এবং জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে নিয়োগ করবে সেন্ট্রাল রেলওয়ে। চুক্তির ভিত্তিতে ১৩৫ পদে এই নিয়োগ করা হবে। এই নিয়োগের জন্য ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। সেখানে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমার পাশাপাশি নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য উল্লেখিত হয়েছে।
সিনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে নিয়োগের জন্য সিভিল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স বিভাগে বিটেক ডিগ্রি থাকতে হবে। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিট্যান্ট পদে নিয়োগের জন্য এই সমস্ত বিভাগে আইটিআই ডিগ্রি থাকতে হবে।
এই নিয়োগের জন্য অফলাইনে আবেদন করতে হবে সেন্ট্রাল রেলওয়েতে। আবেদনকারীদের মধ্যে যাঁরা যোগ্যতার মাপকাঠি পূরণ করবেন তাঁদের বসতে হবে লিখিত পরীক্ষায়। এই লিখিত পরীক্ষায় টেকনিক্যাল জ্ঞান যাচাই করে দেখা হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউয়ের জন্য ডাক আসবে। তাতে সফল হলেই মিলবে রেলের চাকরি। এই পদের জন্য আবেদনগ্রহণ ইতিমধ্যেই শুরু হয়েছে। ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন গৃহীত হবে। এই লিঙ্কে ক্লিক করে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি।