IOCL Recruitment: অয়েল কর্পোরেশনে ১৭০০ শূন্যপদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন

IOCL Recruitment: নুন্যতম দশম বা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ অথবা আইটিআই কিংবা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে আবেদনকারীকে। কীভাবে আবেদন করবেন জেনে নিন।

IOCL Recruitment: অয়েল কর্পোরেশনে ১৭০০ শূন্যপদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন
নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছেImage Credit source: freepik
Follow Us:
| Edited By: | Updated on: Oct 20, 2023 | 5:50 AM

নয়া দিল্লি: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের একাধিক শূন্যপদের কর্মী নিয়োগ। ইতিমধ্যে সংস্থার তরফে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষানবীশ পদের জন্যে এই নিয়োগ করা হবে। খুব শীঘ্রই এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হবে। কীভাবে কোথায় আবেদন করবেন রইল বিস্তারিত।

কীভাবে আবেদন-

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এই নিয়োগ করবে। আগামী ২১ অক্টোবর থেকে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হচ্ছে, যা চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। iocl.com -এ ক্লিক করেও এই পদের জন্যে আবেদন করতে পারবেন।

শূন্যপদের সংখ্যা

বিজ্ঞপ্তি অনুযায়ী ১৭২০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। বিভিন্ন পদের জন্যে এই নিয়োগ হবে। যেমন ট্রেড অ্যাপ্রেনটিস, অ্যাটেনড্যান্ট অপারেটর (কেমিক্যাল প্ল্যান্ট)। কেমিক্যাল প্লান্টের জন্যে ৪২১ জনকে নিয়োগ করা হবে, টেকনিশিয়ান পদে নিয়োগ হবে ৩৪৫ জনের। টেকনিশিয়ান (ইলেকট্রিকাল)-এ শূন্যপদের সংখ্যা ২৪৪ টি। এমনই আরও বেশ কয়েকটি পদ আছে। আবেদনের আগে সে বিষয়ে বিজ্ঞপ্তি পড়েই আবেদন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

নুন্যতম দশম বা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ অথবা আইটিআই কিংবা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে আবেদনকারীকে।

বয়স সংক্রান্ত তথ্য

নুন্যতম ১৮ বছর বয়স হলেই করা যাবে আবেদন। এমনটাই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সর্বোচ্চ ২৪ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে। পিছিয়ে পড়া কিংবা সংরক্ষিত শ্রেণির জন্যে বয়সে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে।