Indian Navy Recruitment: ভারতীয় নৌবাহিনীতে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করুন

Indian Navy: বি-টেক, এম-টেক বা বিএসসি, এমএসসি পাশেই নৌবাহিনীতে চাকরির আবেদন করা যাবে। সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর তরফে এই বিশয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মূলত, এসএসসি (শর্ট সার্ভিস কমিশন) অফিসার পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। ইতিমধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Indian Navy Recruitment: ভারতীয় নৌবাহিনীতে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করুন
ভারতীয় নৌবাহিনীর একাধিক পদে নিয়োগ হবে।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 20, 2023 | 5:10 AM

নয়া দিল্লি: ভারতীয় নৌবাহিনীতে (Indian Navy) চাকরি করতে চান? এবার বি-টেক, এম-টেক বা বিএসসি, এমএসসি পাশেই নৌবাহিনীতে চাকরির আবেদন করা যাবে। সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর তরফে এই বিশয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মূলত, এসএসসি (শর্ট সার্ভিস কমিশন) অফিসার পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। ইতিমধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ২৯ অক্টোবর, ২০২৩। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।

শূন্যপদ

ভারতীয় নৌবাহিনীর এসএসসি-র মোট ২২৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে আবার এক্সিকিউটিভ পদে ১০৬ জন, এডুকেশনাল পদে ১৮ জন এবং টেকনিক্যাল পদে ১০০ জনকে নিয়োগ করা হবে।

বয়স

এসএসসি-র বিভিন্ন পদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা আলাদা। তবে প্রার্থীদের বয়স ন্যূনতম সাড়ে ১৯ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।

যোগ্যতা

প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা। তবে প্রার্থীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ যে কোনও বিষয়ে বি-টেক বা বিএসসি, এমটেক বা এমএসসি ডিগ্রি থাকতে হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকেও অন্তত ৬০ শতাংশ নম্বর পেতে হবে

নির্বাচন পদ্ধতি

প্রার্থীদের মেধার ভিত্তিতে প্রথমে শর্টলিস্টেড করা হবে। তারপর ইন্টারভিউ এবং মেডিক্যাল পরীক্ষা করা হবে।

এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট https://www.joinindiannavy.gov.in দেখুন।