Jobs: প্রথাগত শিক্ষার বাইরে এই কোর্সগুলি দিতে পারে ভাল চাকরির খোঁজ, মাধ্যমিকের পরেই শুরু করে দিন পড়াশোনা

Jobs: মাধ্যমিকের পর আর্টস, সায়েন্স, কমার্স নিয়েই বেশিরভাগ ছাত্রছাত্রী পড়াশোনা করে থাকেন। তবে প্রথাগত পড়াশোনা বাদ দিয়ে অনেকেই ভোকেশনাল কোর্সের দিকে ঝোঁকেন। সেখানেও মেলে ভাল চাকির খোঁজ।

Jobs: প্রথাগত শিক্ষার বাইরে এই কোর্সগুলি দিতে পারে ভাল চাকরির খোঁজ, মাধ্যমিকের পরেই শুরু করে দিন পড়াশোনা
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 25, 2022 | 8:20 AM

কলকাতা: মাধ্যমিকের (Madhyamik Exam) কোন পথে পড়াশোনা করলে সহজেই মিলতে পারে চাকরি(Jobs)? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেক সময়ই দিশাহীন হয়ে পড়েন পড়ুয়া থেকে অভিভাবক সকলেই। মাধ্যমিকের পর আর্টস(Arts), সায়েন্স(Science), কমার্স নিয়েই বেশিরভাগ ছাত্রছাত্রী পড়াশোনা করে থাকেন। তবে প্রথাগত পড়াশোনা বাদ দিয়ে অনেকেই ভোকেশনাল কোর্সের দিকে ঝোঁকেন। তাতে প্রথাগত ডিগ্রি না হলেও কাজের দরজা অনেক দ্রুত খুলে যায়। তবে এ ক্ষেত্রে ডিপ্লোমা ইন টেক্সটাইল টেকনোলজি ক্য়ারিয়ার তৈরির ক্ষেত্রে নতুন দরজা  খুলে দিতে পারে। যারা সদ্য মাধ্যমিক পাশ করেছেন তারা তো বটেই যাঁরা অনেক আগে মাধ্যমিক পাশ করেছেন, কিন্তু বর্তমানে সহজ কাজ পাওয়া যায় এমন কোর্সের খোঁজ করছেন তাঁদের জন্যও উপকারি হতে পারে এই কোর্স। 

বর্তমানে কালের অগ্রগতির সঙ্গে মানুষের ফ্যাশন সেন্স অনেক নিত্যনতুন মোড় নিচ্ছে। সঙ্গে জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে জামা-কাপড়েপ চাহিদা। তাই এই কোর্স করা থাকলে বস্ত্র শিল্পের বিষয়ে বিশদে জানা সম্ভব। এমনকী এই শিল্পের সঙ্গে জড়িত যে কোনও ক্ষেত্রেই নিজেকে বিশেষজ্ঞ হিসাবে মেলে ধরা সম্ভব। যে কোনও বড় টেক্সটাইল কোম্পানিতে কাজের সুযোগ মিলতে পারে। সুরাট, দিল্লির পাশাপাশি কলকাতাতেও রয়েছে বড় কাজের সুযোগ। এই কোর্সে ভর্তি হতে গেলে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। কোর্সটির মেয়াদ ৩ বছর। 

অন্যদিকে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও মাধ্যমিকের পর মিলতে পারে ভাল কাজের খোঁজ। সরকার অধীনস্থ কোনও বিদ্যুৎ বিভাগের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও খুলতে পারে চাকরির দরজা। একইসঙ্গে নিজের ব্যবসাও শুরু করে থাকেন অনেকে এই বিষয়ে পড়াশোনা শেষ করার পর। এই কোর্সটিরও মেয়াদ ৩ বছর। অন্যদিকে এই দুই কোর্স ছাড়াও অনেকে হোটেল ম্যানেজমেন্টে ডিপ্লোমা করতে পারেন। তবে এ ক্ষেত্রে যে কোনও মানুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে হতে হবে বিশেষভাবে পারদর্শী। সঙ্গে রান্নার ক্ষেত্রে প্রাথমিক জ্ঞান থাকলে ভাল। এই কোর্স করে দেশ-বিদেশে মিলতে পারে ভাল কাজের খোঁজ। সঙ্গে ভাল উপার্জনও সম্ভব। এই কোর্সগুলি ছাড়াও ফ্যাশন টেকনোলজিতে ডিপ্লোমা ও বিউটি কালচারে ডিপ্লোমা করেও স্বনির্ভর হওয়া সম্ভব। রাজ্যের একাধিক সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই সমস্ত বিষয়ে মাধ্যমিকের পর ভর্তির আবেদন করা যায়।