CUET UG 2023 পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত, ডাউনলোড করতে ক্লিক করুন এই ওয়েবসাইটে
CUET UG 2023 Exam: আগামী ১৯ ও ২০ জুন, ২০২৩ তারিখে পরীক্ষাটি হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে এই পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি সম্প্রতি তাদের অফিসিয়াল ওয়েবসাইট cuet.samarth.ac.in-এ অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে।
নয়া দিল্লি: CUET UG 2023 পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) কে। এবার CUET UG পরীক্ষা কয়েক ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৯ ও ২০ জুন, ২০২৩ তারিখে পরীক্ষাটি হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে এই পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি সম্প্রতি তাদের অফিসিয়াল ওয়েবসাইট cuet.samarth.ac.in-এ অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। আবেদনকারীরা NTA ওয়েবসাইটে নিজেদের জন্ম তারিখ এবং আবেদন নম্বর দিয়ে লগ-ইন করে প্রবেশ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি নেই। কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন জেনে নিন।
CUET UG 2023 অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন
১) CUET UG-এর অফিসিয়াল সাইট cuet.samarth.ac.in-এ যান। ২) হোম পেজে উপলব্ধ CUET UG Admit Card 2023 লিঙ্কে ক্লিক করুন। ৩) আপনার অ্যাডমিট কার্ড স্ক্রিনে দেখা যাবে। ৪) অ্যাডমিট কার্ড চেক করুন এবং সেটি ডাউনলোড করুন। ৫) আরও প্রয়োজনের জন্য অ্যাডমিট কার্ডের হার্ড কপি সঙ্গে রাখুন।
CUET UG পরীক্ষার উত্তরপত্র শীঘ্রই প্রকাশিত হবে
ন্যাশনাল টেস্টিং এজেন্সি CUET UG পরীক্ষার পর শীঘ্রই উত্তরপত্র প্রকাশ করবে। CUET NTA স্কোর ঘোষণার আগে cuet.samarth.ac.in ওয়েবসাইটে নম্বর প্রকাশ করবে।
প্রসঙ্গত, গোটা দেশে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা হল CUET (UG)। দুটি ধাপে পরীক্ষা হবে। পরীক্ষার ফি ২০০ টাকা। CUET (UG) – 2023 পরীক্ষার পর NTA ফলাফল ঘোষণা করবে এবং মেধা ও কাউন্সিলিংয়ের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। NTA-র ওয়েবসাইটে ভর্তির সময়সূচী এবং মেধা তালিকা প্রকাশ করা হবে।