ISRO Jobs: চারিদিকে জয়জয়কার ISRO-র, দেশের মহাকাশ গবেষণা সংস্থায় কাজ করতে কী শিক্ষাগত যোগ্যতা লাগে জানেন?

ISRO Jobs: ইসরোতে বিভিন্ন বৈজ্ঞানিক পদে কর্মী নিয়োগ করা হয়। এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীদের বিই বা বি.টেক ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের।

ISRO Jobs: চারিদিকে জয়জয়কার ISRO-র, দেশের মহাকাশ গবেষণা সংস্থায় কাজ করতে কী শিক্ষাগত যোগ্যতা লাগে জানেন?
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2023 | 8:12 AM

নয়া দিল্লি: ইসরোর চার বছরের লড়াই সফল। চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছে চন্দ্রযান-৩। ভারতের এই সাফল্যের পরই ইসরোর জয়গান সকলের মুখে। ভারতের এই মহাকাশ গবেষণা সংস্থায় কর্মরত বিভিন্ন প্রান্তের বিজ্ঞানী-গবেষকরা। বাংলারও বহু বিজ্ঞানীর নাম উঠে আসছে, যারা চন্দ্রযান-৩ অভিযানের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। ইসরোর এই সাফল্যের পরই অনেকেরই মনে প্রশ্ন, দেশের এই নামকরা সংস্থায় কাজ করার সুযোগ কীভাবে পাওয়া যাবে কী করে? ইসরোয় কাজ করার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন?

ইসরোয় চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা-

ইসরোতে বিভিন্ন বৈজ্ঞানিক পদে কর্মী নিয়োগ করা হয়। এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীদের বিই বা বি.টেক ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের। আবেদনকারীদের ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর ও ফার্স্ট ক্লাস পেতে হবে।   সিজিপিএ-র ক্ষেত্রে ৬.৮৪/১০ থাকতে হবে।

বিজ্ঞানী/ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিক্স)- আবেদনকারীদের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বি.টেক ডিগ্রি প্রাপ্ত হতে হবে ৬৫ শতাংশ নম্বর নিয়ে।

বিজ্ঞানী/ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)- আবেদনকারীদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বি.টেক ডিগ্রি প্রাপ্ত হতে হবে ৬৫ শতাংশ নম্বর নিয়ে।

বিজ্ঞানী/ইঞ্জিনিয়ার (কম্পিউটার সায়েন্স)- আবেদনকারীদের কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বি.টেক ডিগ্রি প্রাপ্ত হতে হবে ৬৫ শতাংশ নম্বর নিয়ে।

বিজ্ঞানী/ইঞ্জিনিয়ার (সিভিল)- আবেদনকারীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বি.টেক ডিগ্রি প্রাপ্ত হতে হবে ৬৫ শতাংশ নম্বর নিয়ে।

এছাড়া আর্কিটেকচার সহ একাধিক বিভাগেও ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হয়।

এক্ষেত্রে মনে রাখা দরকার, আবেদনকারীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এই শূন্যপদে আবেদনের জন্য পূর্ব কোনও কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়।